Ajker Patrika

আবাসিক হোটেলে মাদকের কারবার, মালিকসহ আটক ৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে রাজধানীর ভাটারা থানার একটি আবাসিক হোটেলের ভেতরে মাদক কারবার ও সেবনের আসর বসেছে। এমন তথ্যের ভিত্তিতে হোটেল নিউ পদ্মা ইন্টারন্যাশনালের অভিযান চালিয়ে দুজনকে আটক করে (ডিএনসি) ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর)। 

আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তি রাজধানীর ভাটার, নিকুঞ্জ ও কাফরুলে অভিযান চালিয়ে চক্রের আরও তিন সদস্যকে আটক করায়। এ সময় তাঁদের কাছ থেকে ১১ হাজার ৩০০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে আটককৃতরা হলো—হোটেল নিউ পদ্মা ইন্টারন্যাশনালের মালিক রইস উদ্দিন রবি (৪৩), হোটেল ম্যানেজার মো. আলম ওরফে রনি (৪০) এবং তাঁদের তিন সহযোগী মো. হানিফ মোল্লা (৩৬), মোসা. শাহিদা বেগম (৪৫) ও মোছা রিমিয়ারা খাতুন (৩০)। 

আজ শনিবার ডিএনসি ঢাকা মেট্রো কার্যালয়ের (উত্তর) সহকারী পরিচালক মেহেদী হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন। 

অভিযানের বিষয়ে সহকারী পরিচালক মেহেদী হাসান বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানতে পারে একটি চক্র ভাটারা থানার হোটেল নিউ পদ্মা ইন্টারন্যাশনাল নামের একটি আবাসিক হোটেলে দীর্ঘ দিন ধরে ইয়াবা কারবার করছে। এমনকি হোটেলের ভেতরে নিয়মিত মাদকের আসর বসছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার (৮ এপ্রিল) রাত থেকে আজ সকাল রাজধানীর ভাটারসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে হোটেলটির মালিক ও ম্যানেজারসহ এই চক্রের ৫ সদস্যকে আটক করা হয়। আটকদের কাছ থেকে ১১ হাজার ৩০০ পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য ৩৪ লাখ টাকা। 

তিনি বলেন, প্রথমে গতকাল রাতে আবাসিক হোটেলটিতে অভিযান পরিচালনা করে ১৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ হোটেল মালিক ও ম্যানেজারকে আটক করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্য মতে রাজধানীর নিকুঞ্জ, কাফরুল ও ভাটারা এলাকা থেকে বাকি তিনজনকে আটক করা হয়। বাকি তিনজনের কাছ থেকে ১১ হাজার ১৫০ পিচ ইয়াবা জব্দ করা হয়। 

আটকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডিএনসিকে জানিয়েছে, তাঁরা দেশের সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে এ হোটেল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় থাকা ডিলার ও খুচরা মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করে আসছিল। বসুন্ধরা আবাসিক এলাকা সংলগ্ন হোটেল পদ্মা ইন্টারন্যাশনালের (আবাসিক) মালিকসহ কর্মচারীদের সহযোগিতায় চক্রটি হোটেলে বসেই ইয়াবা হাতবদল ও লেনদেন করতেন। হোটেলে আগত অতিথিদের কাছেও সেবনের জন্য ইয়াবা বিক্রি করা হতো। 

আটক আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান সহকারী পরিচালক মেহেদী হাসান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত