Ajker Patrika

ট্রেনে ডিম বিক্রি করেন তিনি, আসলে মাদক পাচারকারী

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২২, ২১: ২২
ট্রেনে ডিম বিক্রি করেন তিনি, আসলে মাদক পাচারকারী

ট্রেনের বগিতে লাল বালতি হাতে ঘোরা যুবককে দেখে কারও সন্দেহ হওয়ার কোনো কারণই নেই। ট্রেনে বালতিতে করে সেদ্ধ ডিম বা চানাচুর বিক্রেতার মতোই একজন সাধারণ হকার তিনি। কিন্তু আসলে তাঁর বালতিতে থাকত ফেনসিডিল! দীর্ঘদিন ধরেই এ অপরাধ করে যাচ্ছিলেন তিনি। অবশেষে রেলওয়ে পুলিশের জালে ধরা পড়লেন। আটক যুবকের নাম করিম মিয়া (২৩)। 

ট্রেনে ডিম বিক্রেতা সেজে মাদক পাচার করছিলেন করিম মিয়া। গতকাল শুক্রবার সন্ধ্যায় কিশোরগঞ্জের ভৈরব রেলস্টেশনে ঢাকাগামী কর্ণফুলী ট্রেন থেকে তাঁকে আটক করা হয়। তাঁর বালতিতে ছিল ভারতীয় কাফ সিরাপ ও ফেনসিডিল। 

পুলিশ জানায়, সিলেট জেলার কোতোয়ালি থানার আম্বরখানা গ্রামের হানিফ মিয়ার ছেলে করিম মিয়া। বর্তমানে পৌর শহরের পঞ্চবটি পুকুরপাড় এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকেন। আর অভিনব কৌশলে দীর্ঘদিন ধরে বালতিতে করে হকার সেজে মাদক পাচার করে আছেন। 

ভৈরব রেলওয়ে থানার ওসি মো. ফেরদাউস আহমেদ বিশ্বাস বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব রেলস্টেশনে ঢাকাগামী কর্ণফুলী ট্রেন থেকে ডিম বিক্রেতা করিম মিয়াকে আটক করা হয়। পরে তাঁর সঙ্গে থাকা ডিমের বালতি তল্লাশি করে ৭ বোতল ফেনসিডিল ও ২৮ বোতল কাফ সিরাপ উদ্ধার করা হয়।’ 

ওসি আরও বলেন, ‘পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে করিম মিয়া দীর্ঘদিন ধরে ডিম বিক্রেতা সেজে মাদক পাচারের কথা স্বীকার করেছেন। আজ সকালে মাদক আইনে মামলা দিয়ে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত