নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত থাকায় গ্রেপ্তার পাঁচ কর্মীকে চাকরিচ্যুত করা হয়েছে। গত শুক্রবার ডিবির লালবাগ বিভাগ তাদের গ্রেপ্তার করে। পরে আজ রোববার তাদের চাকরিচ্যুত করে বিমান কর্তৃপক্ষ। চাকরিচ্যুতরা হলেন—আওলাদ হোসেন, মো. জাহাঙ্গীর আলম, এনামুল হক, মো. হারুন-অর-রশিদ ও মাহফুজুল আলম।
চাকরিচ্যুত করার বিষয়টি নিশ্চিত করে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এমডি ও সিইও মো. যাহিদ হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘যাদের চাকরিচ্যুত করা হয়েছে, তারা বিমানের চুক্তিভিত্তিক কর্মী ছিলেন। বোর্ডের সঙ্গে আলোচনা করে তাদের চাকরিচ্যুত করা হয়েছে। এছাড়া প্রশ্নফাঁসের বিষয়ে বিমানের তদন্ত কমিটি কাজ করছে।’
পাঁচজনকে গ্রেপ্তারের বিষয়ে ডিবি জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের সঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা জড়িত রয়েছে। নিয়োগ পরীক্ষার তারিখ ঘোষণার পর থেকে তারা পরিকল্পনা শুরু করে দেন কীভাবে প্রশ্ন ফাঁস করবেন এবং কীভাবে বিতরণ করবেন। পরিকল্পনা অনুযায়ী পরীক্ষার আগের দিন চার-পাঁচ জন মিলে নিয়োগ পরীক্ষার প্রশ্নটি ফাঁস করেন। পরে বিমানের গ্রেপ্তার হওয়া কর্মীরা ফাঁস হওয়া প্রশ্ন টাকা নিয়ে সরাসরি এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিতরণ করেন। এই প্রশ্ন তারা সর্বোচ্চ সাত লাখ টাকা থেকে শুরু করে সর্বনিম্ন দুই লাখ টাকা পর্যন্ত বিক্রি করেছে। এছাড়া গরিব পরীক্ষার্থীদের প্রশ্ন দিয়ে তারা নন জুডিশিয়াল স্ট্যাম্পে সই নিয়েছে যে তাদের বাড়ি কিংবা জমিজমা লিখে দেবে।
গতকাল শনিবার অভিযুক্ত আসামিদের আদালতে হাজির করা হয়। এরপর রাজধানীর দক্ষিণখান থানায় ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাদের ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে আদালত তাদের ছয় দিনের রিমান্ডে পাঠান।
আরও পড়ুন:
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত থাকায় গ্রেপ্তার পাঁচ কর্মীকে চাকরিচ্যুত করা হয়েছে। গত শুক্রবার ডিবির লালবাগ বিভাগ তাদের গ্রেপ্তার করে। পরে আজ রোববার তাদের চাকরিচ্যুত করে বিমান কর্তৃপক্ষ। চাকরিচ্যুতরা হলেন—আওলাদ হোসেন, মো. জাহাঙ্গীর আলম, এনামুল হক, মো. হারুন-অর-রশিদ ও মাহফুজুল আলম।
চাকরিচ্যুত করার বিষয়টি নিশ্চিত করে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এমডি ও সিইও মো. যাহিদ হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘যাদের চাকরিচ্যুত করা হয়েছে, তারা বিমানের চুক্তিভিত্তিক কর্মী ছিলেন। বোর্ডের সঙ্গে আলোচনা করে তাদের চাকরিচ্যুত করা হয়েছে। এছাড়া প্রশ্নফাঁসের বিষয়ে বিমানের তদন্ত কমিটি কাজ করছে।’
পাঁচজনকে গ্রেপ্তারের বিষয়ে ডিবি জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের সঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা জড়িত রয়েছে। নিয়োগ পরীক্ষার তারিখ ঘোষণার পর থেকে তারা পরিকল্পনা শুরু করে দেন কীভাবে প্রশ্ন ফাঁস করবেন এবং কীভাবে বিতরণ করবেন। পরিকল্পনা অনুযায়ী পরীক্ষার আগের দিন চার-পাঁচ জন মিলে নিয়োগ পরীক্ষার প্রশ্নটি ফাঁস করেন। পরে বিমানের গ্রেপ্তার হওয়া কর্মীরা ফাঁস হওয়া প্রশ্ন টাকা নিয়ে সরাসরি এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিতরণ করেন। এই প্রশ্ন তারা সর্বোচ্চ সাত লাখ টাকা থেকে শুরু করে সর্বনিম্ন দুই লাখ টাকা পর্যন্ত বিক্রি করেছে। এছাড়া গরিব পরীক্ষার্থীদের প্রশ্ন দিয়ে তারা নন জুডিশিয়াল স্ট্যাম্পে সই নিয়েছে যে তাদের বাড়ি কিংবা জমিজমা লিখে দেবে।
গতকাল শনিবার অভিযুক্ত আসামিদের আদালতে হাজির করা হয়। এরপর রাজধানীর দক্ষিণখান থানায় ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাদের ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে আদালত তাদের ছয় দিনের রিমান্ডে পাঠান।
আরও পড়ুন:
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মহসিন মিয়াকে (৪৬) দুবাই থেকে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
৩ দিন আগেসবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেঁতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রগ কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি—এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েক দিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিটিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ।
১৪ দিন আগেএবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।
১৫ দিন আগেমোবাইল চুরির ঘটনায় বোরহান নামের এক তরুণকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে বোরহানের বাবা রুবির পরিবারের সাহায্য চান। বসে এক গ্রাম্য সালিস। তবে সেই সালিসে কোনো মীমাংসা হয় না। এরই মধ্য নিখোঁজ হয়ে যান বোরহান। এতে এলাকায় রব পড়ে বোরহানকে হত্যা ও লাশ গুম করে ফেলা হয়েছে। তখন বোরহানের বাবা থানায় অভিযোগ দা
২২ দিন আগে