Ajker Patrika

প্রশ্নফাঁসের অভিযোগে বিমানের ৫ কর্মী চাকরিচ্যুত 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রশ্নফাঁসের অভিযোগে বিমানের ৫ কর্মী চাকরিচ্যুত 

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত থাকায় গ্রেপ্তার পাঁচ কর্মীকে চাকরিচ্যুত করা হয়েছে। গত শুক্রবার ডিবির লালবাগ বিভাগ তাদের গ্রেপ্তার করে। পরে আজ রোববার তাদের চাকরিচ্যুত করে বিমান কর্তৃপক্ষ। চাকরিচ্যুতরা হলেন—আওলাদ হোসেন, মো. জাহাঙ্গীর আলম, এনামুল হক, মো. হারুন-অর-রশিদ ও মাহফুজুল আলম। 

চাকরিচ্যুত করার বিষয়টি নিশ্চিত করে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এমডি ও সিইও মো. যাহিদ হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘যাদের চাকরিচ্যুত করা হয়েছে, তারা বিমানের চুক্তিভিত্তিক কর্মী ছিলেন। বোর্ডের সঙ্গে আলোচনা করে তাদের চাকরিচ্যুত করা হয়েছে। এছাড়া প্রশ্নফাঁসের বিষয়ে বিমানের তদন্ত কমিটি কাজ করছে।’ 

পাঁচজনকে গ্রেপ্তারের বিষয়ে ডিবি জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের সঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা জড়িত রয়েছে। নিয়োগ পরীক্ষার তারিখ ঘোষণার পর থেকে তারা পরিকল্পনা শুরু করে দেন কীভাবে প্রশ্ন ফাঁস করবেন এবং কীভাবে বিতরণ করবেন। পরিকল্পনা অনুযায়ী পরীক্ষার আগের দিন চার-পাঁচ জন মিলে নিয়োগ পরীক্ষার প্রশ্নটি ফাঁস করেন। পরে বিমানের গ্রেপ্তার হওয়া কর্মীরা ফাঁস হওয়া প্রশ্ন টাকা নিয়ে সরাসরি এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিতরণ করেন। এই প্রশ্ন তারা সর্বোচ্চ সাত লাখ টাকা থেকে শুরু করে সর্বনিম্ন দুই লাখ টাকা পর্যন্ত বিক্রি করেছে। এছাড়া গরিব পরীক্ষার্থীদের প্রশ্ন দিয়ে তারা নন জুডিশিয়াল স্ট্যাম্পে সই নিয়েছে যে তাদের বাড়ি কিংবা জমিজমা লিখে দেবে। 

গতকাল শনিবার অভিযুক্ত আসামিদের আদালতে হাজির করা হয়। এরপর রাজধানীর দক্ষিণখান থানায় ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাদের ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে আদালত তাদের ছয় দিনের রিমান্ডে পাঠান।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত