Ajker Patrika

ইয়াবাসহ আটক কৃষি কর্মকর্তা জেলে, স্বামী রিমান্ডে

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৭ নভেম্বর ২০২২, ১৩: ০৬
ইয়াবাসহ আটক কৃষি কর্মকর্তা জেলে, স্বামী রিমান্ডে

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পাঁচ হাজার ইয়াবা বড়ি উদ্ধারের মামলায় উপসহকারী কৃষি কর্মকর্তা আকলিমা আক্তারকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত। একই মামলায় তাঁর স্বামী মোতাহার হোসেন সেলিমকে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। আজ শনিবার নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামসুর রহমানের আদালত এই আদেশ দেন। একই মামলায় গাড়িচালক আজিজুল হক ও কৃষি কর্মকর্তা আকলিমাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। এর আগে তিন আসামিরই সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠায় পুলিশ। পরে শুনানি শেষে আদালত একজনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান। 

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার ফতেপুর ইউনিয়নের দক্ষিণপাড়া মার্কাজ মসজিদসংলগ্ন এলাকায় একটি প্রাইভেটকার থামানো হয়। পরে গাড়িতে তল্লাশি করে পাঁচ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় তিনজনকে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার গোপালদী ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা আকলিমা আক্তার (৪২), তাঁর স্বামী মোতাহার হোসেন সেলিম (৪৫) ও গাড়িচালক আজিজুল হক (৩০)।’

তবে গ্রেপ্তার হওয়া উপসহকারী কৃষি কর্মকর্তা আকলিমা আক্তার বলেন, ‘ঘটনার দিন তিনি বান্ধবীদের নিয়ে ঢাকায় গিয়েছিলেন। ফেরার পথে স্বামী সেলিম ফোন করে জানান, তিনি যাত্রাবাড়ীতে আছেন, আমি যেন তাঁকে যাওয়ার পথে গাড়িতে তুলে নিই। অভিযুক্তদের মধ্যে মোতাহার হোসেন সেলিমের বিরুদ্ধে আগেও বেশ কয়েকটি মাদকের মামলা রয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত