‘সুড়ঙ্গ’ সিনেমা পাইরেসি করার অপরাধে দুজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। গতকাল ২৯ জুলাই শনিবার বিকেলে ডিবির এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। গত ২৭ জুলাই বিকেলে পাইরেসি নিয়ে অভিযোগ করতে রাজধানীর ডিবি কার্যালয়ে যান পরিচালক রায়হান রাফী, আফরান নিশো, তমা মির্জাসহ ‘সুড়ঙ্গ’ টিম। সেদিন ছয়জনের নামে অভিযোগ করা হয়েছিল। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে ইনামুল কবীর ও মনির শেখ নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল ডিবি কার্যালয়ে প্রেস বিজ্ঞপ্তির সময় উপস্থিত ছিলেন চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি, আলফা আই স্টুডিওজের পরিচালনা ব্যবস্থাপক শাহরিয়ার শাকিল, পরিচালক রায়হান রাফী ও অভিনেত্রী তমা মির্জা।
এ বিষয়ে শাহরিয়ার শাকিল বলেন, ‘প্রশাসনকে ধন্যবাদ। তারা এত দ্রুত সময়ের মধ্যে আমাদের অভিযোগ আমলে নিয়ে সেটা নিয়ে মাঠে নেমেছেন। বিশেষ ধন্যবাদ হারুন অর রশিদকে। তিনি খুবই আন্তরিকতার সঙ্গে আমাদের বিষয়টি সমাধান করছেন। ‘সুড়ঙ্গ’ নিয়ে দর্শকের এখনো আগ্রহ তুঙ্গে। বাংলা সিনেমার জয়রথ চলতে থাকুক।’
চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ‘পাইরেসি একটা ভয়ংকর অপরাধ। আমরা যাঁরা সিনেমার সঙ্গে সম্পৃক্ত তাঁরা এই অপরাধের বিরুদ্ধে সোচ্চার। এটা শুধু আইনগতভাবেই নয়, সাংস্কৃতিক আন্দোলনের বিরুদ্ধেও ব্যাপক আগ্রাসন সৃষ্টির চেষ্টা চালানো। তবে আজকে প্রশাসন যে অ্যাকশন নিয়েছে, তা আসলে উদাহরণ হয়ে থাকবে। আর ইন্ডাস্ট্রির জন্যও এ রকম পদক্ষেপ সুদিন ফিরিয়ে আনবে।’
এ বিষয়ে ঢাকা মহানগর গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ কমিশনার মো. হারুন অর রশিদ বলেন, ‘আমাদের কাছে অভিযোগ আসার পরই আমরা ‘সুড়ঙ্গ’ টিমকে আশ্বস্ত করেছিলাম যে এর বিরুদ্ধে আমরা দ্রুতই অ্যাকশন নেব। অন্যদিকে আমরা মনে করি, এই সিনেমা যারা বানিয়েছে, তাদের আর্থিক ক্ষতি ও ইন্ডাস্ট্রি নষ্ট করার এক অপচেষ্টা করেছে। তবে আমরা অল্প সময়ের মধ্যে এই কাজের সঙ্গে জড়িতদের মধ্যে দুজনকে গ্রেপ্তার করেছি। তারা স্বীকারও করেছে।’
ঈদে বাংলাদেশে ‘সুড়ঙ্গ’ মুক্তি পেয়েছিল মোট ২৮টি প্রেক্ষাগৃহে। গেল শুক্রবার থেকে দেশের ৫০টি হলে চলছে সিনেমাটি। এ ছাড়া ভারতের পশ্চিমবঙ্গেও ২১ জুলাই থেকে ৩১টি সিনেমা হলে মুক্তি পেয়েছে সিনেমাটি। এ ছাড়া আমেরিকা, অস্ট্রেলিয়াসহ মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশে মুক্তি পেয়েছে ‘সুড়ঙ্গ’।
‘সুড়ঙ্গ’ সিনেমা পাইরেসি করার অপরাধে দুজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। গতকাল ২৯ জুলাই শনিবার বিকেলে ডিবির এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। গত ২৭ জুলাই বিকেলে পাইরেসি নিয়ে অভিযোগ করতে রাজধানীর ডিবি কার্যালয়ে যান পরিচালক রায়হান রাফী, আফরান নিশো, তমা মির্জাসহ ‘সুড়ঙ্গ’ টিম। সেদিন ছয়জনের নামে অভিযোগ করা হয়েছিল। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে ইনামুল কবীর ও মনির শেখ নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল ডিবি কার্যালয়ে প্রেস বিজ্ঞপ্তির সময় উপস্থিত ছিলেন চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি, আলফা আই স্টুডিওজের পরিচালনা ব্যবস্থাপক শাহরিয়ার শাকিল, পরিচালক রায়হান রাফী ও অভিনেত্রী তমা মির্জা।
এ বিষয়ে শাহরিয়ার শাকিল বলেন, ‘প্রশাসনকে ধন্যবাদ। তারা এত দ্রুত সময়ের মধ্যে আমাদের অভিযোগ আমলে নিয়ে সেটা নিয়ে মাঠে নেমেছেন। বিশেষ ধন্যবাদ হারুন অর রশিদকে। তিনি খুবই আন্তরিকতার সঙ্গে আমাদের বিষয়টি সমাধান করছেন। ‘সুড়ঙ্গ’ নিয়ে দর্শকের এখনো আগ্রহ তুঙ্গে। বাংলা সিনেমার জয়রথ চলতে থাকুক।’
চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ‘পাইরেসি একটা ভয়ংকর অপরাধ। আমরা যাঁরা সিনেমার সঙ্গে সম্পৃক্ত তাঁরা এই অপরাধের বিরুদ্ধে সোচ্চার। এটা শুধু আইনগতভাবেই নয়, সাংস্কৃতিক আন্দোলনের বিরুদ্ধেও ব্যাপক আগ্রাসন সৃষ্টির চেষ্টা চালানো। তবে আজকে প্রশাসন যে অ্যাকশন নিয়েছে, তা আসলে উদাহরণ হয়ে থাকবে। আর ইন্ডাস্ট্রির জন্যও এ রকম পদক্ষেপ সুদিন ফিরিয়ে আনবে।’
এ বিষয়ে ঢাকা মহানগর গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ কমিশনার মো. হারুন অর রশিদ বলেন, ‘আমাদের কাছে অভিযোগ আসার পরই আমরা ‘সুড়ঙ্গ’ টিমকে আশ্বস্ত করেছিলাম যে এর বিরুদ্ধে আমরা দ্রুতই অ্যাকশন নেব। অন্যদিকে আমরা মনে করি, এই সিনেমা যারা বানিয়েছে, তাদের আর্থিক ক্ষতি ও ইন্ডাস্ট্রি নষ্ট করার এক অপচেষ্টা করেছে। তবে আমরা অল্প সময়ের মধ্যে এই কাজের সঙ্গে জড়িতদের মধ্যে দুজনকে গ্রেপ্তার করেছি। তারা স্বীকারও করেছে।’
ঈদে বাংলাদেশে ‘সুড়ঙ্গ’ মুক্তি পেয়েছিল মোট ২৮টি প্রেক্ষাগৃহে। গেল শুক্রবার থেকে দেশের ৫০টি হলে চলছে সিনেমাটি। এ ছাড়া ভারতের পশ্চিমবঙ্গেও ২১ জুলাই থেকে ৩১টি সিনেমা হলে মুক্তি পেয়েছে সিনেমাটি। এ ছাড়া আমেরিকা, অস্ট্রেলিয়াসহ মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশে মুক্তি পেয়েছে ‘সুড়ঙ্গ’।
রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
১ দিন আগেরাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
৪ দিন আগেক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
৫ দিন আগেটিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৬ মার্চ ২০২৫