Ajker Patrika

মোবাইল প্রতারকদের খপ্পড়ে বৃদ্ধা, খোয়ালেন তিন কোটি ২০ লাখ ডলার

মোবাইল প্রতারকদের খপ্পড়ে বৃদ্ধা, খোয়ালেন তিন কোটি ২০ লাখ ডলার

হংকংয়ে ৯০ বছর বয়সী এক বৃদ্ধার কাছ থেকে মোবাইলে প্রতারণার মাধ্যমে  তিন কোটি ২০ লাখ ডলার হাতিয়ে নেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গত ২ মার্চ ওই বৃদ্ধা হংকং পুলিশের কাছে মোবাইল প্রতারণার বিষয়ে মামলাটি করেছিলেন বলে জানিয়েছেন  মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন ।

হংকং পুলিশ বলছে জানায়,  গত বছরের ২০ আগস্ট প্রতারকরা ওই বৃদ্ধাকে ফোন দেন।  প্রতারকরা ওই বৃদ্ধাকে চীনের আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে  দিয়ে জানান যে তাঁর পরিচয় ব্যবহার করে চীনের মূল ভূখণ্ডে অপরাধ সংঘটিত করা হয়েছে।    পরে চীনের আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে একজন ব্যক্তি ওই বৃদ্ধার বাড়ি পরিদর্শন করেন । তখন ওই বৃদ্ধাকে তাঁদের সঙ্গে যোগাযোগ করার জন্য একটি মোবাইল ফোনও দিয়ে যায়। এরপর থেকেই ওই নারী ব্যাংকের মাধ্যমে ১০ বার ওই প্রতারকদেরকে ৩২ মিলিয়ন ডলার পাঠায়।

এই ঘটনার তদন্ত হচ্ছে এবং আরও গ্রেফতার করা হতে পারে বলেও হংকং পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে।

চীনের সংবাদ মাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়, হংকংয়ের সবচেয়ে ব্যয়বহুল এলাকা দ্য পিক-এ থাকেন ওই নারী।

এর আগে গত বছর অক্টোবরেও হংকংয়ে এক নারীর কাছ থেকে প্রতারণার মাধ্যমে প্রায় ৯০ লাখ ডলার হাতিয়ে নেওয়া হয়। প্রতারকরা ওই নারীকে জানায় যে তিনি চীনের মানি লন্ডারিংয়ের সঙ্গে জড়িত রয়েছে। এই ঘটনায় পরে তিন জনকে গ্রেফতার করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত