Ajker Patrika

কক্সবাজারে নিখোঁজের ৩ দিন পর যুবকের লাশ উদ্ধার 

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ১৪ জুলাই ২০২৪, ১০: ৫১
কক্সবাজারে নিখোঁজের ৩ দিন পর যুবকের লাশ উদ্ধার 

কক্সবাজারের টেকনাফে নিখোঁজের তিন দিন পর নাফ নদী থেকে মোহাম্মদ ইউনুস (৩৫) নামের এক যুবকের ভাসমান মৃতদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। গতকাল শনিবার সন্ধ্যা ৬টায় উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়া জেটিঘাট থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

নিহত মোহাম্মদ ইউনুস হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকার নুরুল আমিনের ছেলে।

নৌ-পুলিশ টেকনাফ স্টেশনের ইনচার্জ পরিদর্শক তপন কুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্ধ্যায় দমদমিয়া জেটিঘাটসংলগ্ন নাফ নদীতে এক ব্যক্তির মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা নৌ-পুলিশকে খবর দেয়। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। নিহত যুবকের পরনে হাফ প্যান্ট ও হাফ হাতা গেঞ্জি রয়েছে। লাশটি পচে শরীরের বিভিন্ন স্থানে চামড়া উঠে গেছে এবং চেহারা বিকৃত হয়ে গেছে। 

স্বজনদের বরাতে নৌ-পুলিশের এই পরিদর্শক বলেন, বুধবার বিকেলে  ইউনুস বাড়ি থেকে বের হন। ওই দিন রাতেও বাড়ি না ফেরায় স্বজনেরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও সন্ধান পাননি। পরে বিষয়টি লিখিতভাবে টেকনাফ থানায় জানান। সন্ধ্যায় নাফ নদী থেকে মৃতদেহ উদ্ধারের খবর পেয়ে স্বজনরা নৌ-পুলিশ স্টেশনে এসে নিহতের পরিচয় শনাক্ত করেন।

তপন কুমার বিশ্বাস বলেন, কারা, কী কারণে এ খুনের ঘটনা ঘটিয়েছে পুলিশ তা নিশ্চিত নয়। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে পুলিশ আইনি ব্যবস্থা নিচ্ছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এর আগে গতকাল শনিবার দুপুরে নাফ নদীর দমদমিয়া জেটিঘাট থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত আরও এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত