মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাইয়ে র্যাবের ওপর হামলার ঘটনার মূল পরিকল্পনাকারী মো. শাকিলকে (২৮) গ্রেপ্তার করেছে র্যাব-৭। গতকাল মঙ্গলবার কর্ণফুলী সেতুর টোল প্লাজা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। শাকিল ফেনীর জেলার ছাগলনাইয়া থানার চম্পকনগর এলাকার মো. ইউনুছের ছেলে।
আজ বুধবার বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার।
মো. নুরুল আবছার জানান, গত ২৫ মে র্যাবের একটি দল কুখ্যাত মাদক কারবারিকে গ্রেপ্তারের জন্য মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার ধুমঘাট এলাকায় যায়। সেখানে মাদক কারবারিরা একত্রিত হয়ে র্যাবের গাড়িকে ব্যারিকেড দেওয়ার চেষ্টা করেন। তাঁরা ব্যারিকেড দিতে ব্যর্থ হলে পরবর্তীতে বারইয়ারহাট ফুটওভার ব্রিজ এলাকায় ২টি কাভার্ডভ্যান রেখে রাস্তা বন্ধ করে ডাকাত ডাকাত বলে চিৎকার করে গুজব ছড়ায়। এ সময় দুষ্কৃতকারীরা পূর্ব-পরিকল্পিতভাবে র্যাবের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় র্যাবের দুই সদস্য ও একজন সোর্স গুরুতর আহত হন এবং একটি প্রাইভেটকার ভাঙচুর করে। এ ঘটনার প্রেক্ষিতে র্যাব গোয়েন্দা নজরদারি, সিসি টিভির ফুটেজ ও গোপন তথ্যের ভিত্তিতে ২৬ মে জোরারগঞ্জ ও ফেনী জেলার ছাগলনাইয়া থানায় সাঁড়াশি অভিযান চালিয়ে ১৩ জনকে মাদকদ্রব্যসহ আটক করে।
র্যাবের এ কর্মকর্তা আরও বলেন, র্যাবের ওপর হামলাকারী মূল হোতা মো. শাকিল ঘটনার পরপরই অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালিয়ে যান। সেখানে ২ মাস আত্মগোপনে ছিলেন। মঙ্গলবার বিকেলে চট্টগ্রামের কর্ণফুলী সেতুর টোল প্লাজায় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে জোরারগঞ্জ থানা ও ফেনী জেলার ছাগলনাইয়া থানায় মাদক, অস্ত্র, ডাকাতি, ছিনতাইসহ ৬টি মামলা রয়েছে।
জোরারগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. আবুল খায়ের বলেন, র্যাবের ওপর হামলার মূল আসামি মো. শাকিলকে আজ বুধবার ভোরে থানায় হস্তান্তর করা হয়েছে। একইদিন দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়।
চট্টগ্রামের মিরসরাইয়ে র্যাবের ওপর হামলার ঘটনার মূল পরিকল্পনাকারী মো. শাকিলকে (২৮) গ্রেপ্তার করেছে র্যাব-৭। গতকাল মঙ্গলবার কর্ণফুলী সেতুর টোল প্লাজা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। শাকিল ফেনীর জেলার ছাগলনাইয়া থানার চম্পকনগর এলাকার মো. ইউনুছের ছেলে।
আজ বুধবার বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার।
মো. নুরুল আবছার জানান, গত ২৫ মে র্যাবের একটি দল কুখ্যাত মাদক কারবারিকে গ্রেপ্তারের জন্য মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার ধুমঘাট এলাকায় যায়। সেখানে মাদক কারবারিরা একত্রিত হয়ে র্যাবের গাড়িকে ব্যারিকেড দেওয়ার চেষ্টা করেন। তাঁরা ব্যারিকেড দিতে ব্যর্থ হলে পরবর্তীতে বারইয়ারহাট ফুটওভার ব্রিজ এলাকায় ২টি কাভার্ডভ্যান রেখে রাস্তা বন্ধ করে ডাকাত ডাকাত বলে চিৎকার করে গুজব ছড়ায়। এ সময় দুষ্কৃতকারীরা পূর্ব-পরিকল্পিতভাবে র্যাবের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় র্যাবের দুই সদস্য ও একজন সোর্স গুরুতর আহত হন এবং একটি প্রাইভেটকার ভাঙচুর করে। এ ঘটনার প্রেক্ষিতে র্যাব গোয়েন্দা নজরদারি, সিসি টিভির ফুটেজ ও গোপন তথ্যের ভিত্তিতে ২৬ মে জোরারগঞ্জ ও ফেনী জেলার ছাগলনাইয়া থানায় সাঁড়াশি অভিযান চালিয়ে ১৩ জনকে মাদকদ্রব্যসহ আটক করে।
র্যাবের এ কর্মকর্তা আরও বলেন, র্যাবের ওপর হামলাকারী মূল হোতা মো. শাকিল ঘটনার পরপরই অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালিয়ে যান। সেখানে ২ মাস আত্মগোপনে ছিলেন। মঙ্গলবার বিকেলে চট্টগ্রামের কর্ণফুলী সেতুর টোল প্লাজায় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে জোরারগঞ্জ থানা ও ফেনী জেলার ছাগলনাইয়া থানায় মাদক, অস্ত্র, ডাকাতি, ছিনতাইসহ ৬টি মামলা রয়েছে।
জোরারগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. আবুল খায়ের বলেন, র্যাবের ওপর হামলার মূল আসামি মো. শাকিলকে আজ বুধবার ভোরে থানায় হস্তান্তর করা হয়েছে। একইদিন দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়।
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মহসিন মিয়াকে (৪৬) দুবাই থেকে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
১০ দিন আগেসবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেঁতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রগ কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি—এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েক দিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিটিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ।
২১ দিন আগেএবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।
২৩ দিন আগেমোবাইল চুরির ঘটনায় বোরহান নামের এক তরুণকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে বোরহানের বাবা রুবির পরিবারের সাহায্য চান। বসে এক গ্রাম্য সালিস। তবে সেই সালিসে কোনো মীমাংসা হয় না। এরই মধ্য নিখোঁজ হয়ে যান বোরহান। এতে এলাকায় রব পড়ে বোরহানকে হত্যা ও লাশ গুম করে ফেলা হয়েছে। তখন বোরহানের বাবা থানায় অভিযোগ দা
০৫ জুলাই ২০২৫