Ajker Patrika

দুই শিশুকে যৌন নির্যাতন, যুবককে পুলিশে সোপর্দ 

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
Thumbnail image

কক্সবাজারের পেকুয়া উপজেলায় দুই শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত যুবক মোহাম্মদ মনিরকে (৩৮) পিটুনি দিয়ে গতকাল শুক্রবার থানা-পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁর বাড়ি উপজেলার বারবাকিয়া ইউনিয়নে।

আজ শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন পেকুয়া থানার উপপরিদর্শক (এসআই) অমর চন্দ্র বিশ্বাস।

নির্যাতনের শিকার এক শিশুর বাবা বলেন, ‘গত বৃহস্পতিবার বিকেলে আমার ছেলে বাড়িতে এসে কান্নাকাটি করছিল। তখন যৌন নির্যাতনের বিষয়টি খুলে বললে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানিয়ে ওই ব্যক্তিকে খুঁজতে থাকি। পরে গত শুক্রবার রাতে মনিরকে তাঁর বাড়িতে দেখতে পেয়ে ধরে ফেলি। জোরাজুরির একপর্যায়ে মনির এলাকাবাসীর সামনে দুই শিশুকে যৌন নির্যাতনের কথা স্বীকার করেন। পরে তাঁকে পুলিশের কাছে সোপর্দ করি।’

পেকুয়া থানার উপপরিদর্শক (এসআই) অমর চন্দ্র বিশ্বাস বলেন, দুই শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে স্থানীয় লোকজন এক ব্যক্তিকে মারধর করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। প্রাথমিক চিকিৎসার জন্য তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ বলেন, যৌন নির্যাতন ও মারধরের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে অভিযুক্ত যুবককে উদ্ধার করা হয়। ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দিলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত