Ajker Patrika

১০০ কেজি গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ১০ জুলাই ২০২৩, ১৯: ৪৫
১০০ কেজি গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার

কুমিল্লার দাউদকান্দি থেকে ১০০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। সেই সঙ্গে তাঁদের ব্যবহৃত একটি কাভার্ড ভ্যানও জব্দ করা হয়েছে। কাভার্ড ভ্যানটিতে বিশেষ কায়দায় তাঁরা মাদক পাচার করছিলেন বলে পুলিশ জানিয়েছে।

আজ সোমবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির দক্ষিণ শতানন্দি এলাকায় কাভার্ড ভ্যানটিতে তল্লাশি চালানো হয়। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বরগুনা জেলার আমতলী থানার হরিম তুমরা এলাকার বাসিন্দা, কাভার্ড ভ্যানচালক মো. মিজানুর রহমান (২৮) এবং তাঁর সহযোগী কুমিল্লার মুরাদনগর বাঙ্গরা থানার কুরুন্ডি এলাকার বাসিন্দা মো. শাহাবুদ্দিন সুমন (২৩)। 

পুলিশ বলছে, আজ বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির দক্ষিণ শতানন্দি এলাকায় অস্থায়ী চেকপোস্ট পরিচালনা করা হয়। এ সময় একটি কাভার্ড ভ্যান সন্দেহজনকভাবে দ্রুত চেকপোস্ট অতিক্রম করার চেষ্টা করে। তখন ডিবি পুলিশের তল্লাশি দল হলুদ রঙের ওই কাভার্ড ভ্যানটি আটক করে। পরে গাড়িটি তল্লাশি করে এর ভেতর বিশেষ কায়দায় লুকানো ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে গাঁজাসহ গাড়িটি জব্দ করে এর চালক ও তাঁর সহযোগীকে গ্রেপ্তার করা হয়। 

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেস বড়ুয়া আজকের পত্রিকাকে জানান, গ্রেপ্তার ব্যক্তিরা গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে স্বল্পমূল্যে কিনে বাংলাদেশের বিভিন্ন স্থানে বিক্রির জন্য ঢাকায় নিয়ে যাচ্ছিলেন। এ বিষয়ে ডিবি পুলিশের উপপরিদর্শক মো. মিজানুর রহমান বাদী হয়ে দাউদকান্দি মডেল থানায় মামলা করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত