প্রতিনিধি, সীতাকুণ্ড (চট্টগ্রাম)
চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রাকচালক হত্যা মামলার প্রধান আসামি কাজল (৪৮) র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত দেড়টায় বন্ধুকযুদ্ধের এ ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি করা হয়।
কাজল কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার তারাকান্দি এলাকার আজিজুল হকের ছেলে। নগরীর ঝর্ণাপাড়া এলাকায় বসবাস করতেন। বন্ধুকযুদ্ধে নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক।
তিনি বলেন, সীতাকুণ্ডের ফৌজদারহাট–বায়েজিদ বোস্তামী সংযোগ সড়কে বেশ কয়েকজন ডাকাতির উদ্দেশ্যে সংঘবদ্ধ হয়েছে। জানতে পেরে ডাকাত দলকে ধরতে অভিযান চালায় র্যাব। টের পেয়ে ডাকাতদল ছত্রভঙ্গ হয়ে পড়ে। একপর্য়ায়ে র্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি ছোড়ে। পরে ঘটনাস্থল থেকে কাজলের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ।
পরিদর্শক সুমন বণিক জানান, ঘটনাস্থল থেকে উদ্ধার করা একটি বিদেশি পিস্তল, ২টি গুলি, ২টি এলজি, ১৫টি কার্তুজ, ১টি কার্তুজের খোসা, ২টি রামদা ও ১টি ছোরা সীতাকুণ্ড থানায় হস্তান্তর করেছে র্যাব। এ ব্যাপারে র্যাবের পক্ষ থেকে থানায় মামলা করা হয়েছে।
সীতাকুণ্ড থানার ওসি আবুল কালাম আজাদ আজকের পত্রিকাকে বলেন, কাজল উপজেলার ফৌজদারহাট–বায়েজিদ বোস্তামী সংযোগ সড়কে পশুবাহী ট্রাকের চালক আবদুর রহমান হত্যা মামলার প্রধান আসামি। গত বুধবার বিকালে উপজেলার শীতলপুর এলাকায় অভিযান চালিয়ে আবদুর রহমান ভুট্টো (২২) নামে আরও এক ডাকাতকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করে র্যাব। এ সময় তাঁর শরীরে তল্লাশি চালিয়ে উদ্ধার করা একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলিও থানায় জমা দেন তাঁরা।
তিনি আরও বলেন, আদালতে দেওয়া চার আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে উঠে আসে ট্রাক চালক আবদুর রহমানকে গুলি করেন কাজল।
গত ১৬ জুলাই ভোর ৪টার দিকে ফৌজদারহাট বায়েজিদ সংযোগ সড়কটির ৪ নম্বর সেতু এলাকায় চট্টগ্রাম নগরের বিবিরহাটগামী কোরবানির গরুবাহী ট্রাকে হামলা চালায় ডাকাত দল। গরু লুট করতে না পেরে তাঁরা ট্রাকের চালক আবদুর রহমানকে গুলি করে হত্যা করেন। নিহতের ভাই বাদী হয়ে সীতাকুণ্ড থানায় হত্যা মামলা করেন। এ ঘটনায় পুলিশ ও র্যাব আট আসামিকে গ্রেপ্তার করে। এর মধ্যে চারজন স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে।
চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রাকচালক হত্যা মামলার প্রধান আসামি কাজল (৪৮) র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত দেড়টায় বন্ধুকযুদ্ধের এ ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি করা হয়।
কাজল কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার তারাকান্দি এলাকার আজিজুল হকের ছেলে। নগরীর ঝর্ণাপাড়া এলাকায় বসবাস করতেন। বন্ধুকযুদ্ধে নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক।
তিনি বলেন, সীতাকুণ্ডের ফৌজদারহাট–বায়েজিদ বোস্তামী সংযোগ সড়কে বেশ কয়েকজন ডাকাতির উদ্দেশ্যে সংঘবদ্ধ হয়েছে। জানতে পেরে ডাকাত দলকে ধরতে অভিযান চালায় র্যাব। টের পেয়ে ডাকাতদল ছত্রভঙ্গ হয়ে পড়ে। একপর্য়ায়ে র্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি ছোড়ে। পরে ঘটনাস্থল থেকে কাজলের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ।
পরিদর্শক সুমন বণিক জানান, ঘটনাস্থল থেকে উদ্ধার করা একটি বিদেশি পিস্তল, ২টি গুলি, ২টি এলজি, ১৫টি কার্তুজ, ১টি কার্তুজের খোসা, ২টি রামদা ও ১টি ছোরা সীতাকুণ্ড থানায় হস্তান্তর করেছে র্যাব। এ ব্যাপারে র্যাবের পক্ষ থেকে থানায় মামলা করা হয়েছে।
সীতাকুণ্ড থানার ওসি আবুল কালাম আজাদ আজকের পত্রিকাকে বলেন, কাজল উপজেলার ফৌজদারহাট–বায়েজিদ বোস্তামী সংযোগ সড়কে পশুবাহী ট্রাকের চালক আবদুর রহমান হত্যা মামলার প্রধান আসামি। গত বুধবার বিকালে উপজেলার শীতলপুর এলাকায় অভিযান চালিয়ে আবদুর রহমান ভুট্টো (২২) নামে আরও এক ডাকাতকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করে র্যাব। এ সময় তাঁর শরীরে তল্লাশি চালিয়ে উদ্ধার করা একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলিও থানায় জমা দেন তাঁরা।
তিনি আরও বলেন, আদালতে দেওয়া চার আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে উঠে আসে ট্রাক চালক আবদুর রহমানকে গুলি করেন কাজল।
গত ১৬ জুলাই ভোর ৪টার দিকে ফৌজদারহাট বায়েজিদ সংযোগ সড়কটির ৪ নম্বর সেতু এলাকায় চট্টগ্রাম নগরের বিবিরহাটগামী কোরবানির গরুবাহী ট্রাকে হামলা চালায় ডাকাত দল। গরু লুট করতে না পেরে তাঁরা ট্রাকের চালক আবদুর রহমানকে গুলি করে হত্যা করেন। নিহতের ভাই বাদী হয়ে সীতাকুণ্ড থানায় হত্যা মামলা করেন। এ ঘটনায় পুলিশ ও র্যাব আট আসামিকে গ্রেপ্তার করে। এর মধ্যে চারজন স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে।
রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
১২ দিন আগেরাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
১৫ দিন আগেক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
১৬ দিন আগেটিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৬ মার্চ ২০২৫