Ajker Patrika

সেচ দেওয়া নিয়ে বিতণ্ডায় প্রবাসীকে পিটিয়ে হত্যা

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
Thumbnail image

চট্টগ্রামের হাটহাজারীতে জমিতে পুকুর থেকে পানি সেচ দেওয়া নিয়ে কথা-কাটাকাটির জের ধরে বাদশা মিয়া (৪২) নামের এক প্রবাসীকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ মোহাম্মদ মাহাবুব (৫০) নামের একজনকে আটক করেছে। আজ শনিবার দুপুরে উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়নে এ ঘটনা ঘটে। হাটহাজারী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. নুরুল আলম এসব তথ্য নিশ্চিত করেছেন। এ ঘটনায় বাদশা মিয়ার স্ত্রী রেহেনা আক্তার থানায় হত্যা মামলা করবেন বলে জানিয়েছেন।

এ নিয়ে হাটহাজারী মডেল থানার উপপরিদর্শক (এসআই) নুরে এ হাবিব ফয়সাল বলেন, বাদশা মিয়ার লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ছাড়া এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বাদশা মিয়া ওই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাঁর দুই সন্তান রয়েছে। দুই মাস আগে তিনি ওমান থেকে দেশে আসেন।

নিহতের শ্যালক নুরুল মোমেন জানান, মাহাবুব আজ সকালে বাদশা মিয়ার পৈতৃক পুকুর থেকে শ্যালো মেশিন দিয়ে ফসলি জমিতে পানি দেওয়ার চেষ্টা করেন। শুষ্ক মৌসুমে পুকুরে পানি কম থাকায় বাদশা তাঁকে বাধা দেন। এ নিয়ে বাগ্বিতণ্ডার একপর্যায়ে মাহাবুব ক্ষিপ্ত হয়ে বাদশাকে বেধড়ক মারধর করেন। পরে উদ্ধার করে মির্জাপুর ইউনিয়নের সরকারহাট বাজারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত