লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধে নূরনবী বকুল (৪৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ শুক্রবার সকালে সদর উপজেলার দালালবাজার ইউনিয়নের মহাদেবপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত বকুল একই এলাকার আলী রাজা পাটওয়ারীবাড়ির মৃত অজি উল্যা মাস্টারের ছেলে।
নিহতের স্বজনেরা জানান, স্থানীয় আব্দুর রউফ গংদের সঙ্গে জমি নিয়ে একই এলাকার নূরনবী বকুলদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। আজ সকালে ওই জমি থেকে সুপারি পাড়তে যান আব্দুর রউফ (৬০), আসরাফ ইসলাম বাবুল, জাফর আহমেদ পলাশ গংরা। এতে বাধা দেন নূরনবীরা। এ নিয়ে দুই পক্ষের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে নূরনবীকে কিল-ঘুষি ও লাঠি দিয়ে পিটিয়ে আহত করে প্রতিপক্ষ আবদুর রউফের লোকজন। পরে আশপাশের লোকজন নূরনবীকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাই আফজাল হোসেন সবুজ বলেন, ‘দীর্ঘদিন ধরে এই জমি প্রতিপক্ষরা দখল করে আসছিল। সকালে প্রতিপক্ষ আবদুর রউফের লোকজন জোর করে বাগান থেকে সুপারি পাড়ছিলেন। এ খবর পেয়ে নূরনবীসহ লোকজন বাধা দিলে আবদুর রউফের লোকজন এলোপাতাড়ি পিটিয়ে বড় ভাইকে হত্যা করে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’
অন্যদিকে অভিযুক্ত আবদুর রউফ জানান, তাঁদের জমি থেকে সুপারি পাড়তে গেলে নূরনবী বকুল বাধা দেন। দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়েছে। তবে হত্যার সঙ্গে তাঁরা জড়িত নন।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের চিকিৎসক কমলাশীষ রায় বলেন, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তি মারা গেছেন। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ্ উদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। এ ছাড়া হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ধরতে অভিযান চলছে।
লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধে নূরনবী বকুল (৪৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ শুক্রবার সকালে সদর উপজেলার দালালবাজার ইউনিয়নের মহাদেবপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত বকুল একই এলাকার আলী রাজা পাটওয়ারীবাড়ির মৃত অজি উল্যা মাস্টারের ছেলে।
নিহতের স্বজনেরা জানান, স্থানীয় আব্দুর রউফ গংদের সঙ্গে জমি নিয়ে একই এলাকার নূরনবী বকুলদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। আজ সকালে ওই জমি থেকে সুপারি পাড়তে যান আব্দুর রউফ (৬০), আসরাফ ইসলাম বাবুল, জাফর আহমেদ পলাশ গংরা। এতে বাধা দেন নূরনবীরা। এ নিয়ে দুই পক্ষের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে নূরনবীকে কিল-ঘুষি ও লাঠি দিয়ে পিটিয়ে আহত করে প্রতিপক্ষ আবদুর রউফের লোকজন। পরে আশপাশের লোকজন নূরনবীকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাই আফজাল হোসেন সবুজ বলেন, ‘দীর্ঘদিন ধরে এই জমি প্রতিপক্ষরা দখল করে আসছিল। সকালে প্রতিপক্ষ আবদুর রউফের লোকজন জোর করে বাগান থেকে সুপারি পাড়ছিলেন। এ খবর পেয়ে নূরনবীসহ লোকজন বাধা দিলে আবদুর রউফের লোকজন এলোপাতাড়ি পিটিয়ে বড় ভাইকে হত্যা করে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’
অন্যদিকে অভিযুক্ত আবদুর রউফ জানান, তাঁদের জমি থেকে সুপারি পাড়তে গেলে নূরনবী বকুল বাধা দেন। দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়েছে। তবে হত্যার সঙ্গে তাঁরা জড়িত নন।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের চিকিৎসক কমলাশীষ রায় বলেন, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তি মারা গেছেন। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ্ উদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। এ ছাড়া হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ধরতে অভিযান চলছে।
সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার ৬৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ৯৭২ জন ও অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ৬৯৩ জন। আজ সোমবার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।
৪ দিন আগেরাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
১৮ এপ্রিল ২০২৫রাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
১৫ এপ্রিল ২০২৫ক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
১৪ এপ্রিল ২০২৫