Ajker Patrika

ছোট ভাইয়ের কবজি কেটে নেওয়া বড় ভাই গ্রেপ্তার

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি  
ছোট ভাইয়ের কবজি কেটে নেওয়া বড় ভাই গ্রেপ্তার

কক্সবাজারের উখিয়ায় জমি নিয়ে বিরোধের জের ধরে ছোট ভাইয়ের হাতের কবজি কেটে নেওয়া বড় ভাইকে গ্রেপ্তার করেছে উখিয়া থানা-পুলিশ। আজ বুধবার বিকেলে দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আব্দুর রহিম প্রকাশ রহমান (৩৬) উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সোনাইছড়ি এলাকার বাসিন্দা হাজী শের আলীর ছেলে।

মামলা সূত্রে জানা যায়, গত ১৩ জুন পৈতৃক জমি নিয়ে বিরোধের জেরে সৎ ছোট ভাই মোহাম্মদ আবদুরের (৩২) বাম হাতে ধারালো দা দিয়ে কোপ দেন আব্দুর রহিম প্রকাশ। এতে ছোট ভাইয়ের হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনার পর থেকে পলাতক ছিলেন তিনি। এ ঘটনার পর গত ৯ জুলাই ফৌজদারি আইনে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী বলেন, এসআই সাজ্জাদের নেতৃত্বে উখিয়া থানা-পুলিশের একটি টিম দীর্ঘ দিন প্রচেষ্টার পর নিজ ভাইয়ের হাতের কবজি কেটে নেওয়া রহমানকে গ্রেপ্তার করে। আসামির বিরুদ্ধে ৩২৬,৩০৭, ৪২৭ ও ৫০৬ ধারায় উখিয়া থানায় দায়ের করা হয়েছে।

এদিকে অভিযুক্ত সৎ ভাই গ্রেপ্তার হওয়ায় পুলিশকে ধন্যবাদ জানিয়ে সর্বোচ্চ বিচারের দাবি জানিয়েছেন হামলার শিকার মোহাম্মদ আবদু।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প: ইউএনও-উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে শুনানি কাল

নির্বাচনের আগে এসআই-এএসআইদের ব্যক্তিগত তথ্য তালাশে পুলিশ

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

‘হানি ট্র্যাপের’ ঘটনা ভিডিও করায় খুন হন সাংবাদিক তুহিন: পুলিশ

আটজন উপদেষ্টার ‘সীমাহীন’ দুর্নীতির প্রমাণ আছে: সাবেক সচিব

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত