Ajker Patrika

নারীকে ধর্ষণের পর হত্যা, পরিচয় শনাক্তের পর থানায় মামলা

লক্ষ্মীপুর ও রায়পুর প্রতিনিধি
আপডেট : ২০ আগস্ট ২০২২, ১৫: ০৭
নারীকে ধর্ষণের পর হত্যা, পরিচয় শনাক্তের পর থানায় মামলা

লক্ষ্মীপুরের রায়পুরে সুপারিবাগান থেকে এক নারীর (২৪) অর্ধগলিত মরদেহ উদ্ধার হওয়ার কয়েক দিন পর তাঁর পরিচয় পাওয়া গেছে। কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলায় তাঁর বাবার বাড়ি। ওই নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে পুলিশ ও চিকিৎসকেরা।

এর আগে বৃহস্পতিবার (১৮ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের চরপলোয়ান এলাকায় সুপারিবাগানে প্রায় বিবস্ত্র অবস্থায় ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। পরে গতকাল শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। পরিচয় নিশ্চিত হওয়ার পর এ ঘটনায় শুক্রবার রাতে নিহত নারীর বাবা বাদী হয়ে রায়পুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তবে পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি। ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ ও চিকিৎসক।

আজ শনিবার সকালে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া ও সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন জানান, নিহত নারীর শরীরে বেশ কিছু অংশ পচে গলে গেছে। ময়নাতদন্ত করা হয়েছে। প্রতিবেদন পেতে কিছুটা সময় লাগবে। তবে নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। তার পরও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত বলা যাবে।

নিহত নারীর বাবা বলেন, ‘প্রায় পাঁচ-ছয় বছর আগে মেয়ের বিয়ে হয়। জামাতা আরিফুর রহমান দুবাইপ্রবাসী। তাঁদের ঘরে কোনো সন্তান নেই। মেয়ে কিছুদিন শ্বশুর বাড়ি ও কিছুদিন আমাদের বাড়িতে থাকত। গত ১৬ আগস্ট সকালে আমাদের বাড়ি থেকে চৌদ্দগ্রামের কাশিনগর বাজার শাখার ‘আল আরাফাহ ইসলামী ব্যাংকে’ টাকা তোলার জন্য রওনা দিয়ে নিখোঁজ হয়। এরপর বৃহস্পতিবার রাতে রায়পুর থানায় এসে মেয়ের মরদেহ শনাক্ত করি। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে। আমার মেয়ে হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’

নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের একটি সূত্র জানায়, ওই গৃহবধূর মোবাইল ফোনের লোকেশন অনুযায়ী তিনি প্রথমে ফেনী, এরপর লক্ষ্মীপুর হয়ে রায়পুরে আসেন। ঘটনার পর থেকেই তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ রয়েছে। প্রযুক্তির সহায়তায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে রয়েছে। তিনি ঠিক কী কারণে এখানে এসেছিলেন বা কারা এনেছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে ওসি জানান, বৃহস্পতিবার বিকেলে সুপারিবাগান থেকে অর্ধগলিত নারীর মরদেহ উদ্ধার করে শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। তবে সুরতহাল রিপোর্টে ধর্ষণের পর হত্যার আলামত পাওয়া গেছে। পাশাপাশি তাঁর পরিচয় নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় অজ্ঞাত আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন নিহতের বাবা। এরই মধ্যে কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আসামিদের চিহ্নিত করে দ্রুত সময়ে গ্রেপ্তার ও রহস্য উদ্‌ঘাটন করা হবে বলে জানান ওসি।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১৮ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের চরপলোয়ান এলাকায় সুপারিবাগানে প্রায় বিবস্ত্র অবস্থায় ওই নারীর মরদেহ পাওয়া যায়। এ সময় গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ছিল। এক কৃষক জমিতে কাজ করতে এসে দুর্গন্ধ পান। গন্ধের উৎস খুঁজতে গিয়ে তিনি সুপারিপাতা দিয়ে ঢাকা মরদেহ দেখতে পান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত