Ajker Patrika

স্বামীর পরিচয়ে গৃহবধূকে ডেকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
স্বামীর পরিচয়ে গৃহবধূকে ডেকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

লক্ষ্মীপুর কমলনগরের চর লরেন্স ইউনিয়নে ৯ নম্বর ওয়ার্ডে এক গৃহবধূকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত লোকমান প্রকাশ কালু (২৮) নামে একজনকে গ্রেপ্তার করেছে কমলনগর থানা-পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

এর আগে গত মঙ্গলবার রাত ২টার দিকে এ ঘটনা। অভিযুক্ত লোকমান চর লরেন্সের ভাড়াটিয়া মৃত রফিক মাঝির ছেলে। লোকমান ভোলার মাইজচরার স্থায়ী বাসিন্দা। 

স্থানীয় ও ভুক্তভোগীর সঙ্গে কথা বলে জানা যায়, আগে থেকেই ওই গৃহবধূর দিকে নজর ছিল লোকমানের। গৃহবধূর স্বামী নদীতে মাছ ধরের সংসার চালান। প্রায়ই তিনি গভীর রাতে নদীতে মাছ ধরতে যান। ঘটনার দিন তার অনুপস্থিতে আনুমানিক রাত ২টার দিকে লোকমান গৃহবধূর বাড়িতে আসেন। ঘরের দরজার সামনে দাঁড়িয়ে গৃহবধূর স্বামীর পরিচয়ে মোবাইলে কল দিয়ে দরজা খোলার কথা বলেন। এরপর দরজা খুলতেই লোকমান ওই গৃহবধূর মুখ বন্ধ করে তাঁকে বাড়ির পাশের খেতে নিয়ে যান। সেখানে নিয়ে গিয়ে তাঁকে ধর্ষণ করে এবং তাঁর শরীর আঘাত করে ক্ষতবিক্ষত করে। একপর্যায়ে গৃহবধূ লোকমানের হাত থেকে পালিয়ে বিবস্ত্র অবস্থায় পাশের বাড়িতে পালিয়ে যান। পরে স্থানীয়রা তাঁর অবস্থা আশঙ্কাজনক দেখে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান। 

বর্তমানে ওই গৃহবধূ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। 

ভুক্তভোগী ওই গৃহবধূ বলেন, `লোকমান আমার স্বামীর পরিচয়ে দরজা খুলতে বললে, আমি দরজা খুলতেই আমার মুখ চেপে ধরে। আমি চিৎকার করতে চাইলে আমাকে মারধর করে ও ধর্ষণ করে। সারা শরীর সে কামড়ে চিমড়ে রক্তাক্ত করেছে।' 

কমলনগর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোসলেহ উদ্দিন জানান, মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে চর লরেন্স গ্রাম থেকে অভিযুক্ত লোকমানকে গ্রেপ্তার করা হয়েছে। লোকমান ধর্ষণের বিষয় শিকার করায়, তাঁর বিরুদ্ধে ধর্ষণের মামলা রুজ হয়েছে। তাঁকে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হবে

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত