Ajker Patrika

চান্দিনায় কিশোরীকে গলা কেটে হত্যা

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি
আপডেট : ০২ অক্টোবর ২০২১, ১৫: ৪৭
চান্দিনায় কিশোরীকে গলা কেটে হত্যা

কুমিল্লার চান্দিনায় সালমা আক্তার (১৪) নামে এক কিশোরীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। জমিসংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে দাবি করছে পুলিশ। 

গতকাল শুক্রবার দিবাগত রাতে তাঁকে ঘর থেকে বের করে নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও গলা কেটে হত্যার পর মরদেহ পানিতে ফেলে দেয় দুর্বৃত্তরা। আজ শনিবার সকালে পুকুর থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। 

নিহত সালমা আক্তার চান্দিনা উপজেলার গল্লাই ইউনিয়নের বসন্তপুর গ্রামের সোলেমান ব্যাপারীর মেয়ে। দুই ভাই ও দুই বোনের মধ্যে সালমা তৃতীয়। সে পার্শ্ববর্তী বিল্লাল বাজার কওমি মাদ্রাসায় লেখাপড়া করত। 

স্থানীয় সূত্রে জানা যায়, বসন্তপুর গ্রামের ভূঁইয়াপাড়ার গরু ব্যবসায়ী সোলেমান ব্যাপারীর সঙ্গে তাঁর ভাতিজাদের জমি নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ ও মামলা চলছে। শনিবার সকালে একই বাড়ির জান্নাত নামের এক মেয়ে সোলেমান ব্যাপারীর ঘরের দরজা ও পেছনের টিন খোলা দেখে ঘরে ঢোকে। ওই ঘরে কাউকে দেখতে না পেয়ে সোলেমান ব্যাপারীকে ফোন করে। তিনি বাড়িতে এসে মেয়েকে দেখতে না পেয়ে চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ি থেকে ৫০০ গজ দূরে একটি পুকুরে মেয়ের ভাসমান মরদেহ দেখে পুলিশে খবর দেন। 

সোলেমান ব্যাপারী জানান, দীর্ঘদিন যাবৎ ভাতিজাদের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছে। গত ২৫ সেপ্টেম্বর তাঁরা আমার স্ত্রীকে এলোপাতাড়ি মারধর করায় তাঁকে হাসপাতালে ভর্তি করাই। পরে বাড়িতে গেলে তাঁরা আমার ওপর হামলার চেষ্টা করে। রাত সাড়ে ১২টার দিকে ঘর থেকে বের হলে ১০-১২ জন আমার ওপর হামলা করতে ঘিরে ফেলে। প্রাণের ভয়ে বাড়ি থেকে বের হয়ে পাশের বাড়িতে আশ্রয় নিই। ঘরে একাই ছিল মেয়ে সালমা। রাতের অন্ধকারে তারা মেয়েকে ঘর থেকে বের করে কুপিয়ে হত্যা করে মরদেহ পানিতে ফেলে দেয়। 

চান্দিনা থানার ওসি মোহাম্মদ আরিফুর রহমান বলেন, `শনিবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে যাই এবং নিহতের মরদেহ উদ্ধার করি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জমিসংক্রান্ত বিরোধের জেরে ওই হত্যাকাণ্ড ঘটেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।'

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত