Ajker Patrika

ছুরিকাঘাতে নিহত শ্যালক, দুলাভাই আটক

ফরিদগঞ্জে (চাঁদপুর) প্রতিনিধি
ছুরিকাঘাতে নিহত শ্যালক, দুলাভাই আটক

চাঁদপুরের ফরিদগঞ্জে পারিবারিক কলহের জের ধরে দুলাভাইয়ের ছুরিকাঘাতে শ্যালক কামরুল ইসলাম রতন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় অভিযুক্ত দুলাভাই শাহাদাত হোসেনকে (৪০) আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার ৩ নম্বর সুবিদপুর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বিগধাইর গ্রামে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শহীদ হোসেন। 

স্থানীয় ও নিহতের পরিবার বলছে, মঙ্গলবার বিকেলে ভগ্নীপতি শাহাদাত হোসেনের সঙ্গে শ্যালক কামরুল ইসলাম রতনের সম্পত্তিগত বিরোধের জের ধরে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতি ও মারামারি হয়। ঝগড়ার একপর্যায়ে অভিযুক্ত শাহাদাত ছুরি এনে শ্যালক রতনের পেটে আঘাত করে। পরে স্থানীয় লোকজন এসে রতনকে উদ্ধার করে পার্শ্ববর্তী হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিলে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন বলেন, ‘ধারণা করা হচ্ছে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে রতনের মৃত্যু হয়েছে। ঘটনায় অভিযুক্ত নিহতের দুলাভাই শাহাদাতকে আটক করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত