Ajker Patrika

চট্টগ্রামে মাদক মামলায় দুই আসামির ১৫ বছরের কারাদণ্ড 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৯: ০৫
চট্টগ্রামে মাদক মামলায় দুই আসামির ১৫ বছরের কারাদণ্ড 

চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় মাদক মামলায় দুই আসামিকে ১৫ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঞার আদালত আসামিদের উপস্থিতিতে এ রায় দেন। একই সঙ্গে আসামিদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মো. লোকমান (৪০) ও মো. হান্নান (৪৮)।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ১৩ মে নগরীর দক্ষিণ পতেঙ্গার ১৫ নম্বর ঘাট এলাকা থেকে ৫ লাখ পিস ইয়াবাসহ আসামিদের আটক করে র‍্যাব-৭। এ ঘটনায় র‍্যাবের পক্ষ থেকে মামলা করা হয়। ওই মামলায় ২০২১ সালের ৩ ফেব্রুয়ারি আদালতে আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন হয়। পরে আটজনের সাক্ষ্য গ্রহণ শেষে আজ এ রায় ঘোষণা করা হয়েছে।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. নোমান চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক মামলায় দুই আসামিকে ১৫ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণাকালে তাঁরা আদালতে উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত