Ajker Patrika

সাবেক স্ত্রীর সঙ্গে প্রেম সন্দেহে প্রতিবেশীকে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ১৬: ২৩
সাবেক স্ত্রীর সঙ্গে প্রেম সন্দেহে প্রতিবেশীকে পিটিয়ে হত্যা

চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় সাবেক স্ত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক সন্দেহে আবু তাহের (৪৮) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার পতেঙ্গা থানার আওতায় স্টিল মিল এলাকায় এ ঘটনায় পুলিশ অভিযুক্ত আব্দুল জলিলকে (৪০) গ্রেপ্তার করেছে।

এ বিষয়ে পতেঙ্গা থানার ওসি কবির হোসেন আজকের পত্রিকাকে বলেন, গত বৃহস্পতিবার জলিল তাঁর সাবেক স্ত্রীর মামাতো ভাই ও মামাতো বোনের স্বামীকে সঙ্গে নিয়ে তাহেরকে বাসা থেকে ডেকে বাইরে এনে মারধর করেন। পরে তাহেরকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার তিনি মারা যান। এ ঘটনায় তাহেরের মেয়ে পতেঙ্গা থানায় একটি হত্যা মামলা করেন। অভিযোগ পেয়ে গতকাল নোয়াখলীর কিল্লার হাট এলাকায় অভিযান চালিয়ে জলিলকে গ্রেপ্তার করা হয়।

কবির হোসেন বলেন, জলিলের সঙ্গে তাঁর স্ত্রী রওশন আরার বিচ্ছেদ হয়। এরপর থেকে রওশন আরা তাঁর ১২ বছর বয়সী সন্তানকে নিয়ে স্টিল মিল এলাকায় থাকতেন। জলিল নোয়াখালীতে থাকেন। রওশন আরার পাশের বাসায় তাহের থাকতেন। তিনি বিভিন্ন সময়ে রওশন আরাকে বিভিন্ন কাজে সহযোগিতা করতেন, যা নিয়ে জলিলের সন্দেহ ছিল। তালাক হয়ে যাওয়ার পরও জলিল রওশন আরার সঙ্গে সংসার করতে চাইছিলেন। গত ৯ ডিসেম্বর জলিল চট্টগ্রামে এসে রওশন আরার মামির বাসায় ওঠেন। গত ১৪ ডিসেম্বর অভিযুক্ত জলিল রওশন আরার বাসায় যান।

পুলিশ কর্মকর্তা আরও বলেন, পরদিন সকালে জলিল বাসা থেকে বের হওয়ার পর রওশন তাঁর ছেলেকে নিয়ে বাসা ছেড়ে চলে যান। জলিল বাসায় এসে স্ত্রী-সন্তানকে না দেখে ধারণা করেন তাহের তাঁদের লুকিয়ে রেখেছেন। ওই সন্দেহ থেকেই জলিল তাঁর ওপর হামলা করেন।

ওসি বলেন, এ ঘটনায় আসামিকে আদালতে সোপর্দ করে ১০ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শিক্ষার্থীদের ‘কোটি কোটি টাকা হাতিয়ে’ সপরিবারে পালিয়েছেন বিএসবির বাশার

এনসিপি নেতা সারওয়ার তুষারের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগের নিষ্পত্তি হয়নি: শহিদুল আলম

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

ভারত-পাকিস্তান যুদ্ধ: পাকিস্তানে নিহত বেড়ে ২৬, আহত ৪৬

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত