Ajker Patrika

কাঠগড়ার এক কোণে দাঁড়িয়ে ‘নিশ্চুপ’ প্রদীপ

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার থেকে
আপডেট : ৩১ জানুয়ারি ২০২২, ১৪: ৩২
কাঠগড়ার এক কোণে দাঁড়িয়ে ‘নিশ্চুপ’ প্রদীপ

দীর্ঘ শুনানি, সাক্ষীদের জবানবন্দি, জেরা ও আইনজীবীদের যুক্তিতর্ক শেষে আজ সোমবার ঘোষণা করা হবে মেজর সিনহা হত্যা মামলার রায়। রায় ঘোষণার জন্য এরই মধ্যে আদালতের কাঠগড়ায় তোলা হয়েছে আসামিদের। 

আজ সোমবার দুপুর ১টা ৫৭ মিনিটের দিকে আসামিদের কাঠগড়ায় তোলা হয়। এসময় সাবেক ওসি প্রদীপকে মুখে হাসি ছাড়া দেখা যায়। আদালতে ধূসর রঙের সোয়েটার আর নেভী ব্লু রংয়ের প্যান্ট পরে এসেছেন প্রদীপ। 

সরেজমিনে দেখা যায়, এজলাসের এক কোণে দাঁড়িয়ে আছে সাবেক ওসি প্রদীপ। বাকি আসামিরা অন্যপাশে তাঁদের আত্মীয় স্বজনদের সঙ্গে কথা বলছেন। 

আদালত পাড়ায় সরেজমিনে দেখা যায়, সকাল ৮টার দিকে প্রায় শতাধিক পুলিশ সদস্য জজ কোর্ট এলাকার চারদিকে প্রতিবন্ধকতা (ব্যারিকেড) দিয়ে রাখেন। নিরাপত্তার অংশ হিসেবে কক্সবাজার জেলা পুলিশ আদালতে প্রবেশের একটি ফটক পুরোপুরি বন্ধ করে দেয়। পরে ঠিক নয়টার দিকে অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্ব সদস্যরা আদালত ছাড়েন। 

পরে আবার বেলা ১টা থেকে নিরাপত্তা জোরদার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম বেলা দেড়টায় হ্যান্ড মাইকে ঘোষণা দিয়ে মিডিয়াকর্মী ছাড়া বাকিদের আদালত প্রাঙ্গণ ছেড়ে যেতে অনুরোধ করেন। 

গত বছর ২৭ জুন আনুষ্ঠানিকভাবে এ হত্যা মামলাটির বিচারকাজ শুরু হয়। ৮৪ জন সাক্ষীর মধ্যে ৬৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে চলতি বছরের ১২ জানুয়ারি সর্বশেষ দুই পক্ষের আইনজীবীদের যুক্তি উপস্থাপনের মধ্য দিয়ে এ রায়ের দিন নির্ধারণ করেন বিচারক। 

আরও পড়ুন: 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত