Ajker Patrika

চকরিয়ায় ১০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ 

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
আপডেট : ১৬ এপ্রিল ২০২২, ১৫: ৪৪
চকরিয়ায় ১০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ 

কক্সবাজারের চকরিয়ায় ১০ হাজার পিস ইয়াবাসহ মো. আবু শোয়াইব (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-১৫। আজ শনিবার বেলা ১১টার দিকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-১৫-এর কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক (ল অ্যান্ড মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. বিল্লাল উদ্দিন। 

এর আগে গতকাল শুক্রবার উপজেলার সাহারবিল ইউনিয়নের রামপুরস্থ আর কে নুরুল আমিন চৌধুরী উচ্চবিদ্যালয়ের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শোয়াইব ওই ইউনিয়নের গুরুন্নেকাটা গ্রামের আলীম বাপেরপাড়ার মো. শফিকের ছেলে। তিনি মাদক ব্যবসায়ী। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৫ জানতে পারে আবু শোয়াইব তাঁর নিজ পাড়ায় ইয়াবা পাচার করছিলেন। র‍্যাবের অভিযানকারী দলের উপস্থিতি টের পেয়ে তিনি পালানোর চেষ্টা করেন। পরে র‍্যাব তাঁকে আটক করে। এ সময় তাঁর হাতে থাকা শপিং ব্যাগের ভেতর থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। 

এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, র‍্যাব বাদী হয়ে শোয়াইবের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করেছে। আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত