Ajker Patrika

সন্দ্বীপে কিশোর গ্যাংয়ের হাতে শিক্ষক লাঞ্ছিত

সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ১৭: ৩০
Thumbnail image

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সন্তোষপুর ইউনিয়নে কিশোর গ্যাংয়ের হামলার শিকার হয়েছেন সন্তোষপুর উচ্চ বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক। গতকাল বুধবার বিকেল ৪টায় ছুটির পর স্কুল থেকে বের হলে ছাত্র-ছাত্রীদের সামনে হামলার শিকার হন সহকারী শিক্ষক সজল মজুমদার।

হামলার শিকার শিক্ষক সজল মজুমদার বলেন ‘কিছু ছেলে রাতে স্কুলের অফিস রুম খুলে আড্ডা দেয়, এ বিষয়ে স্কুলের শিক্ষক মিটিংয়ে কথা বলাতে স্কুলের দপ্তরি মোহাম্মদ রকি আমার সাথে তর্কে লিপ্ত হয়। পরদিন আমি স্কুল থেকে বের হওয়ার সাথে সাথে দপ্তরি রকির ভাই রবিন, পাবেল, শাকিল সহ ১৪-১৫ জন ছেলে “তুই বেশি বাড়ি গেছোস, তোর সমস্যা কী” এসব বলে আমাকে শিক্ষক, ছাত্র-ছাত্রীদের সামনে মারধর শুরু করে। ওই সময় স্কুলের ছাত্রছাত্রীরা জড়ো হলে তাঁরা শিক্ষার্থীদের গালাগাল করতে থাকে।’

এই বিষয়ে সন্তোষপুর স্কুলের প্রধান শিক্ষক সেলিম আক্তারের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আগামী শনিবার স্থানীয় এলাকার চেয়ারম্যানসহ বসে এটার সমাধান করা হবে।’ 

কিশোর গ্যাং সম্পর্কিত আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত