Ajker Patrika

রিকশা থেকে নামিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৬

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ১৯ জুলাই ২০২২, ১৮: ৪৪
Thumbnail image

চট্টগ্রাম নগরের ব্যস্ততম জিইসি মোড় এলাকায় এক পোশাকশ্রমিককে রিকশা থেকে নামিয়ে ছয় যুবক দলবদ্ধ ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ওই নারীকে উদ্ধারসহ অভিযান চালিয়ে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করেছে।

গত রোববার দিবাগত রাত দেড়টায় ওই এলাকার আখতারুজ্জামান ফ্লাইওভারের নিচে একটি ভাসমান টংঘরে ওই নারী ধর্ষণের শিকার হন বলে জানা গেছে। পরে এ ঘটনায় খুলশী থানায় মামলা দায়ের হয়। এরপর গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ৩টা পর্যন্ত পুলিশ পাঁচলাইশ, ডবলমুরিং ও আকবরশাহ থানা এলাকায় অভিযান চালিয়ে ছয় যুবককে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ফারুক হোসেন, আব্দুর রহমান, আরিফ, সাইফুল ইসলাম ওরফে শান্ত, আব্দুল খালেক ও মোহাম্মদ হোসেন।

এ বিষয়ে আজ মঙ্গলবার খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা আজকের পত্রিকাকে বলেন, ‘জিইসি ফ্লাইওভারের নিচ দিয়ে একটি রিকশাযোগে ওই নারী বাসায় যাচ্ছিলেন। এ সময় অজ্ঞাতনামা তিন ব্যক্তি রিকশার গতিরোধ করে ওই নারীকে নামায়। পরে তাঁকে সেখানে একটি অস্থায়ী টংঘরের ভেতরে নিয়ে ছয়জন মিলে ধর্ষণ করে। মেয়েটির চিৎকার শুনে রিকশাচালক আবদুল হান্নান জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে ঘটনাটি জানান। পরে ওই এলাকায় থাকা টহল টিম ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী নারীকে উদ্ধারের পাশাপাশি তিনজনকে আটক করে। এ ছাড়া মেয়েটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ওসিসিতে ভর্তি করায়।’

ওসি বলেন, ‘এ ঘটনায় দায়ের হওয়া মামলায় পুলিশ সোমবার দিবাগত রাত সাড়ে ৩টা পর্যন্ত অভিযান চালিয়ে আরও তিনজনকে গ্রেপ্তার করে। তাঁদের পাঁচলাইশ, ডবলমুরিং ও আকবরশাহ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এজাহারভুক্ত সব আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

রাজধানীর প্রেসক্লাব এলাকায় লিফলেট বিতরণ করল আ.লীগ

‘মধ্যমপন্থী’ দল গড়ছেন অভ্যুত্থানের নেতারা, আলোচনায় ইলিশ প্রতীক

লিবিয়ার সৈকতে ২০ জনের গলিত লাশ, সবাই বাংলাদেশি বলে ধারণা

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে যুবদল নেতার মৃত্যু, বিচার চাইল বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত