Ajker Patrika

ফেনীতে গুমের শিকার ব্যক্তিদের ফিরিয়ে দিতে মানববন্ধন

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
আপডেট : ২৬ মে ২০২৩, ১৭: ৪৮
ফেনীতে গুমের শিকার ব্যক্তিদের ফিরিয়ে দিতে মানববন্ধন

গুমের শিকার ব্যক্তিদের ফিরিয়ে দেওয়ার দাবিতে ফেনীতে মানববন্ধন করেছেন মানবাধিকার কর্মী ও গুমের শিকার হওয়া ব্যক্তির স্বজনেরা।

আজ শুক্রবার সকালে শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কে দিবসের মূল প্রবন্ধ পাঠ করেন গুমের শিকার যুবদল নেতা মাহবুবুর রহমান রিপনের মা রৌশন আরা বেগম।

‘মায়ের ডাক’ ও ‘হিউম্যান রাইটস ডিফেন্ডার্স নেটওয়ার্ক' যৌথভাবে এর আয়োজন করে।

উপস্থিত ছিলেন ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি রবিউল হক রবি, মায়ের ডাক ও হিউম্যান রাইটস ডিফেন্ডারস নেটওয়ার্কের কো-অর্ডিনেটর নাজমুল হক শামীম, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি একেএম আবদুর রহিম, সুশাসনের জন্য নাগরিক (সুজন) ফেনী জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন প্রমুখ। 

মানববন্ধনে বক্তারা গুমের শিকার ব্যক্তিদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত