মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফৈলাকান্দি গ্রামের বৃদ্ধ আ. শুক্কুর খানকে (৬৫) পিটিয়ে হত্যার মামলায় বাবাসহ দুই ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আজ ভোরে মারধরের শিকার শুক্কুরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে মো. মহিউদ্দিন খান বাদী হয়ে প্রতিবেশী মান্নান খান (৬০), তাঁর ছেলে আল-আমিন (৩৩), আহম্মদ খান (২৬), সোহাগ খান, স্ত্রী সাজেদা বেগমসহ অজ্ঞাত আরও চার-পাঁচজনের বিরুদ্ধে মতলব উত্তর থানায় হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মান্নান খান, তাঁর ছেলে আল-আমিন ও আহম্মদ হোসেন।
বাদী মো. মহিউদ্দিন বলেন, ‘অভিযুক্তদের সঙ্গে আমাদের জমি নিয়ে বিরোধ ছিল। গত সাত-আট মাসে তা সমাধান হয়ে যায়। এরপর থেকে তাঁরা প্রায়ই হুমকি দিতেন। আজ বাবা ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বাড়ি ফেরার সময় তাঁকে মারধর করেন। চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে দেখি তাঁরা বাবাকে লাঠি দিয়ে পেটাচ্ছেন। পরে তাঁকে হাসপাতালে নিয়ে যাই।’
সাদ্দাম, রাবেয়াসহ কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, মান্নান খান ও তাঁর তিন ছেলে শুক্কুরকে লাঠি দিয়ে পেটান। চিৎকার শুনে লোকজন ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন বলেন, এ ঘটনায় হত্যা মামলার পর তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফৈলাকান্দি গ্রামের বৃদ্ধ আ. শুক্কুর খানকে (৬৫) পিটিয়ে হত্যার মামলায় বাবাসহ দুই ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আজ ভোরে মারধরের শিকার শুক্কুরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে মো. মহিউদ্দিন খান বাদী হয়ে প্রতিবেশী মান্নান খান (৬০), তাঁর ছেলে আল-আমিন (৩৩), আহম্মদ খান (২৬), সোহাগ খান, স্ত্রী সাজেদা বেগমসহ অজ্ঞাত আরও চার-পাঁচজনের বিরুদ্ধে মতলব উত্তর থানায় হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মান্নান খান, তাঁর ছেলে আল-আমিন ও আহম্মদ হোসেন।
বাদী মো. মহিউদ্দিন বলেন, ‘অভিযুক্তদের সঙ্গে আমাদের জমি নিয়ে বিরোধ ছিল। গত সাত-আট মাসে তা সমাধান হয়ে যায়। এরপর থেকে তাঁরা প্রায়ই হুমকি দিতেন। আজ বাবা ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বাড়ি ফেরার সময় তাঁকে মারধর করেন। চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে দেখি তাঁরা বাবাকে লাঠি দিয়ে পেটাচ্ছেন। পরে তাঁকে হাসপাতালে নিয়ে যাই।’
সাদ্দাম, রাবেয়াসহ কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, মান্নান খান ও তাঁর তিন ছেলে শুক্কুরকে লাঠি দিয়ে পেটান। চিৎকার শুনে লোকজন ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন বলেন, এ ঘটনায় হত্যা মামলার পর তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
সাতক্ষীরার ওয়ারী গ্রামে ব্যবসায়ী স্বামীকে শ্বাসরোধে হত্যার পর বুকের ওপর ‘সরি জান, আই লাভ ইউ’ লিখে স্ত্রী আত্মহত্যা করেছেন। আজ শুক্রবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়ার পালপাড়ায় একটি ভাড়া বাড়ি থেকে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে।
১৯ ঘণ্টা আগেরাজধানীর উত্তরায় প্রকাশ্যে এক দম্পতিকে কুপিয়ে আহত করার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার আরও ৩ ‘কিশোর গ্যাং’ সদস্যকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
১০ দিন আগেরাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নির্যাতনের শিকার কল্পনা (১৩) সাড়ে তিন মাস চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরছে। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা মেডিকেল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট থেকে তাঁকে ছাড়পত্র দেওয়া হয়।
২৩ দিন আগেগণহত্যার সংজ্ঞা ও বিচার নিয়ে বিশ্বব্যাপী স্বীকৃত সনদ হলো Genocide Convention বা গণহত্যা সনদ, যা ১৯৪৮ সালে জাতিসংঘ কর্তৃক গৃহীত হয়। এই সনদের আওতায় একটি জাতি, নৃগোষ্ঠী, বর্ণ বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিক ধ্বংস করার লক্ষ্যে সংঘটিত অপরাধকেই গণহত্যা বলা হয়। এর মধ্যে হত্যা, শারীরিক বা মানসিক ক্ষতি,
০২ ফেব্রুয়ারি ২০২৫