Ajker Patrika

সালিসে গৃহবধূকে পিটিয়ে শিশু ছিনতাইয়ের অভিযোগ

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
আপডেট : ১৩ অক্টোবর ২০২২, ১০: ৪৮
Thumbnail image

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় স্থানীয় ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে সালিসে এক গৃহবধূকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। এ ছাড়া ওই গৃহবধূর দেড় বছরের শিশুসন্তানকে নিয়ে পালিয়ে যান হামলাকারীরা। আহত গৃহবধূ মোসা. শাহেনা আক্তার বর্তমানে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

এ ঘটনায় গৃহবধূর মা জাহানারা বেগম বাদী হয়ে ব্রাহ্মণপাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন। এদিকে চার দিনেও দুধের শিশুটি উদ্ধার না হওয়ায় হাসপাতালে চিকিৎসাধীন মা শাহেনা আক্তার আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত একজন গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে।

আজ বুধবার সকালে আবু তাহের অভিযুক্ত স্বামীর এক আত্মীয়কে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। এর আগে গতকাল মঙ্গলবার বুড়িচং উপজেলার কংশনগর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত সোমবার শ্বশুরবাড়ির ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন গৃহবধূকে মা।

মামলা ও আহতের পরিবার সূত্রে জানা গেছে, প্রায় তিন বছর আগে উপজেলার গোপালনগর গ্রামের সফিকুল ইসলামের মেয়ে মোসা. শাহেনা আক্তারের সঙ্গে পার্শ্ববর্তী অলুয়া গ্রামের আব্দুল কাদেরের ছেলে মো. আবদুল্লাহর বিয়ে হয়। বিয়ের সময় স্বর্ণালংকার ও আসবাবপত্রসহ প্রায় তিন লাখ টাকার মালামাল দেয় শাহেনার পরিবার। বিয়ের কিছুদিন পর প্রাইভেট কার কেনার কথা বলের পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করেন স্বামী আবদুল্লাহ।

শাহেনার পরিবারের লোকজন অসচ্ছল হওয়ায় ওই সময় যৌতুক হিসেবে তিন লাখ টাকা দিয়ে সহযোগিতা করেন। এ টাকা নিয়ে আবদুল্লাহ বিদেশে চলে যান। বিদেশে যাওয়ার ছয় মাস পর আবদুল্লাহ দেশে থাকা স্ত্রী ও সন্তানের কোনো খোঁজ-খবর না নেওয়াসহ ভরণপোষণ বন্ধ করে দেন। এদিকে বাড়িতে থাকা শ্বশুর-শাশুড়ি ও ননদেরা গৃহবধূ শাহেনার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতে থাকেন।

এ নিয়ে গত ৭ অক্টোবর রাতে উপজেলার মালাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে গৃহবধূর শ্বশুরবাড়িতে গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সালিস বৈঠকের আয়োজন করা হয়।

ইউপি চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন বলেন, বৈঠকে উভয় পক্ষের কথা শুনে জুড়ি বোর্ডের মাধ্যমে দেনমোহরের তিন লাখ টাকা, স্বর্ণালংকার ও আসবাবপত্রের তিন লাখ, গাড়ি কেনার জন্য দেওয়া তিন লাখ ও গৃহবধূর ভরণপোষণ বাবদ এক লাখ—সর্বমোট ১০ লাখ টাকা জরিমানা করে গৃহবধূকে তালাকের রায় ঘোষণা করা হয়।

রায়ের কিছুক্ষণ পর গৃহবধূর শ্বশুর আব্দুল কাদেরের নেতৃত্বে তাঁর লোকজন হাতে লাঠি ও দা দিয়ে গৃহবধূর ওপর হামলা চালান। হামলাকারীরা গৃহবধূকে পিটিয়ে আহত করে তাঁর কোলের শিশুসন্তানকে ছিনিয়ে নেন। এ ছাড়া হামলাকারীরা গৃহবধূকে ঘরের ভেতরে একটি কক্ষে নিয়ে আটকে মারধর করতে থাকেন।

সালিসে উপস্থিত লোকজন ব্রাহ্মণপাড়া থানায় খবর দিলে পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়। এদিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা গৃহবধূর ১৮ মাসের শিশুসন্তানটি নিয়ে পালিয়ে যান বলে জানান ইউপি চেয়ারম্যান।

এ ঘটনার পর পুলিশ আহত অবস্থায় গৃহবধূকে উদ্ধার করে চিকিৎসার জন্য ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল, এ ঘটনায় সোমবার থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়া মামলায় অভিযুক্ত আবু তাহের নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। পুলিশ শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত