Ajker Patrika

ধর্ষণের অভিযোগে নারী উন্নয়ন সংস্থার ব্যবস্থাপনা পরিচালক গ্রেপ্তার

কুমিল্লা প্রতিনিধি
ধর্ষণের অভিযোগে নারী উন্নয়ন সংস্থার ব্যবস্থাপনা পরিচালক গ্রেপ্তার

কুমিল্লায় ধর্ষণের শিকার হয়ে ৭ মাসের গর্ভবতী হয়েছেন এক নারী। অনাগত সন্তানের পিতৃত্বের স্বীকৃতি ও বিচারের দাবি করেছেন পুলিশের কাছে। এরপর আজ বৃহস্পতিবার ভোরে কুমিল্লার কোতোয়ালি মডেল থানার পুলিশের উপপরিদর্শক আলমগীর ধর্ষণের অভিযোগে ঢাকা থেকে সরদার শামস্ আল মামুন চাষীকে (৫০) গ্রেপ্তার করেন।

অভিযুক্ত ব্যক্তি কুমিল্লা নগরীর ৮ নম্বর ওয়ার্ডের ঠাকুরপাড়া এলাকায় এসএমই ফোরাম নামক একটি নারী উন্নয়ন নামক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক। তার বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী ওই নারী। 

মামলা সূত্রে জানা যায়, নগরীর ৮ নম্বর ওয়ার্ডের ঠাকুরপাড়া এলাকায় নারী উন্নয়ন প্রতিষ্ঠান এসএমই ফোরামের অংশীদারত্বে পরিচালনা করতেন ভুক্তভোগী নারী। এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক সরদার শামস্ আল মামুন। তিনি চাষী মামুন নামে পরিচিত। গত ৯ ডিসেম্বর রাত ৮টার দিকে চাষী মামুন প্রতিষ্ঠানটির কার্যালয়ে ওই নারীকে চায়ের সঙ্গে নেশাজাতীয় কিছু খাওয়ান। এরপর অচেতন করে তাঁকে ধর্ষণ করেন মামুন। এই ঘটনা কাউকে না জানানোর জন্য বলেন মামুন। 

কুমিল্লার কোতোয়ালি মডেল থানার পরিদর্শক আলমগীর জানান, ধর্ষণের শিকার হয়ে ৭ মাসের গর্ভবতী এক নারী অনাগত সন্তানের পিতৃত্বের স্বীকৃতি ও ধর্ষকের বিচার দাবি করে মামলা করেন ওই নারী। ওই মামলায় আজ বৃহস্পতিবার ভোরে ঢাকার বাড়ি থেকে চাষী মামুনকে গ্রেপ্তার করে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার পুলিশ একটি দল। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শতকোটি টাকার পাওনা বকেয়া রেখেই ‘দেশ ছাড়লেন’ ফ্লাইট এক্সপার্টের মালিকেরা

‘অনিয়ম হয়নি’ বলায় এলজিইডি কর্মচারীকে পিটুনি

৪ দাবি নিয়ে মার্কিন চাপ, বাংলাদেশের সায় ৩ শর্তে

দলীয় প্রধান আসবেন, তাই পুলিশ এনে খোলা হলো কার্যালয়ের তালা

যেভাবে চীনা ক্ষেপণাস্ত্র দিয়ে ভারতের অত্যাধুনিক যুদ্ধবিমান ভূপাতিত করে পাকিস্তান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত