Ajker Patrika

সীমানা নিয়ে মারপিট: কক্সবাজারে ভূমি কর্মকর্তা কারাগারে

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি
আপডেট : ৩০ মে ২০২৪, ২১: ০৯
সীমানা নিয়ে মারপিট: কক্সবাজারে ভূমি কর্মকর্তা কারাগারে

বাড়ির সীমানা নিয়ে মারপিটের মামলায় কক্সবাজারের কুতুবদিয়া বড়ঘোপ ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা (তহশিলদার) রিদুয়ান মোস্তফাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার কুতুবদিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ সাঈদীন নাঁহী এ আদেশ দেন। 

বাদী পক্ষের আইনজীবী শফিউল আলম আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন। 

সূত্র জানায়, গত ২৩ এপ্রিল উপজেলার বড়ঘোপ ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা রিদুয়ান মোস্তফাসহ তার ভাই-বোনদের বিরুদ্ধে থানায় সীমানা দখল ও মারধরের একটি মামলা দায়ের করেন আলী আকবর ডেইল সন্দিপী পাড়ার মো. আলমগীর। পরদিন (২৪ এপ্রিল) ওই মামলায় আসামি রিদুয়ান মোস্তফাকে জামিন দিয়ে বৃহস্পতিবার শুনানির দিন ধার্য করেন আদালত। 

আইনজীবী শফিউল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘সীমানা দখল ও মারপিটে উভয় পক্ষই মামলা করেছিল। মামলার বাদীর স্ত্রীর ওপর হামলা ও জখমের অভিযোগ ছিল তহশীলদারের বিরুদ্ধে। 

তবে আসামি মিথ্যা তথ্য দিয়ে প্রথম দিন জামিন নিতে সক্ষম হলেও বৃহস্পতিবার জামিন শুনানির ধার্য তারিখে সঠিক তথ্য–প্রমাণ প্রদানে ব্যর্থ হলে জামিন বাতিল করে তফসিলদারকে কারাগারে প্রেরণের আদেশ দেন আদালত।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত