Ajker Patrika

ফটিকছড়িতে ছাত্রী ধর্ষণের অভিযোগে মাদ্রাসার শিক্ষক গ্রেপ্তার

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২২, ২০: ১১
ফটিকছড়িতে ছাত্রী ধর্ষণের অভিযোগে মাদ্রাসার শিক্ষক গ্রেপ্তার

চট্টগ্রামের ফটিকছড়িতে আট বছর বয়সী ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে পুলিশে দিয়েছেন গ্রামবাসী। গতকাল সোমবার রাতে উপজেলার একটি গ্রামের লোকজন তাঁকে ধরে উপজেলার দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রে সোপর্দ করে।

ভুক্তভোগী শিশুটিকে হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। হানিফের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের হয়েছে ভুজপুর থানায়। 

গ্রেপ্তারকৃত মোহাম্মদ হানিফ (২৭) খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার পাতাছড়া গ্রামের আবুল কালামের ছেলে। তিনি ফটিকছড়ির একটি বাগানবাজার ইউনিয়নের গার্ডপাড়া জামিরুল উলুম ইসলামী মাদ্রাসার শিক্ষক। ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণিতে পড়ে। সোমবার বিকেলে আরবি পড়তে ওই শিক্ষকের কাছে যায় বলে জানিয়েছে পুলিশ।

ভুজপুর থানার উপপরিদর্শক (এসআই) মুহাম্মদ মোতাহের হোসেন বলেন, সোমবার বিকেলে শিশুটি মাদ্রাসায় হানিফের কাছে আরবি পড়তে যান। এ সময় মাদ্রাসায় অন্য শিক্ষার্থীরা ছিলেন না। শিশুটিকে একা পেয়ে হানিফ নিজের কক্ষে নিয়ে ধর্ষণ করে। শিশুটি বাড়ি ফিরে বিষয়টি অভিভাবকদের জানায়। গ্রামের লোকজন জানতে পেরে রাতে ওই মাদ্রাসায় গিয়ে হানিফকে আটক করে। পরে তাঁকে দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রে সোপর্দ করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পর্নোগ্রাফিতে জড়িত সেই বাংলাদেশি যুগল গ্রেপ্তার

৪ হাজার এএসআই নিয়োগের প্রজ্ঞাপন জারি

দেবরের ছেলের সঙ্গে প্রেমের ইতি, থানায় বসে কবজি কাটলেন দুই সন্তানের মা

ভারত বলছে, ফোনালাপ হয়নি, জবাবে ট্রাম্প বললেন—তাহলে ওরা শুল্ক দিতে থাক

দনবাস রাশিয়ার দখলে চলে গেছে, সেটা মেনেই যুদ্ধ শেষ করো—জেলেনস্কিকে ট্রাম্প

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত