Ajker Patrika

সরাইলে কাশেম হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার 

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
সরাইলে কাশেম হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার 

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের তেলিকান্দি গ্রামে চাঞ্চল্যকর কাশেম (৪৫) হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি মোস্তাকিমকে (২৫) গ্রেপ্তার করেছে সরাইল পুলিশ। আজ শনিবার দুপুরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মোস্তাকিম উপজেলার পাকশিমুল ইউনিয়নের তেলিকান্দি গ্রামের সুরত আলীর ছেলে। তিনি কাশেমকে হত্যার পর থেকে ৮ মাস যাবৎ পলাতক ছিলেন। 

পুলিশ সূত্রে জানা গেছে, তথ্য প্রযুক্তির সহায়তায় সরাইল থানার উপপরিদর্শক (এসআই) হোসেন মোবারকের নেতৃত্বে একদল পুলিশ আজ দুপুরে অভিযান চালিয়ে জেলার নান্দাইল থানা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে মোস্তাকিমকে সরাইল থানায় নিয়ে আসা হয়েছে। 

এর আগে কাশেম হত্যা মামলার প্রধান আসামি কুতুব উদ্দিন, সিদ্দিকুর রহমান এবং সিদ্দিকুর রহমানের স্ত্রী সুগেরা খাতুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সরাইল থানার উপপরিদর্শক এসআই হোসনে মোবারক বলেন, দীর্ঘদিন ধরে পুলিশ মোস্তাকিমকে ধরার চেষ্টা করছিল। অবশেষে আজ দুপুরে নান্দাইল উপজেলা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আগামীকাল তাঁকে জেলহাজতে পাঠানো হবে। 
 
উল্লেখ্য, গত ২২ এপ্রিল কাশেম মিয়া ছুরিকাঘাতে নিহত হন। পরদিন কাশেমের স্ত্রী আলছু বেগম সিদ্দিকুর রহমানসহ ১১ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। ৫ শতক জমি সংক্রান্ত বিরোধের জেরে কাশেমকে হত্যা করা হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত