Ajker Patrika

টেকনাফে ৯০ হাজার ইয়াবাসহ এক রোহিঙ্গা আটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
আপডেট : ১০ জানুয়ারি ২০২৩, ১৯: ০৬
টেকনাফে ৯০ হাজার ইয়াবাসহ এক রোহিঙ্গা আটক

কক্সবাজারের টেকনাফে ৯০ হাজার ইয়াবাসহ এক রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব। আজ মঙ্গলবার উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা রোহিঙ্গা ক্যাম্প থেকে তাঁকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম শামসুল আলম (৩৪)। তিনি ২৪ নম্বর লেদা রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

র‍্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী বলেন, আজ ভোরে গোপন সংবাদের ভিত্তিতে রোহিঙ্গা ক্যাম্পের এক বাড়িতে মাদক মজুতের খবর পেয়ে অভিযান চালায় র‍্যাবের একটি দল। এ সময় ওই বাড়ি থেকে শামসুল আলমকে আটকের পর তাঁর কাছ থেকে ৯০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। 

র‍্যাবের ওই কর্মকর্তা বলেন, র‍্যাব সদস্যরা সেখানে যাওয়ার খবর পেয়ে তিন মাদক কারবারি পালিয়ে যান। টেকনাফ থানায় মামলা দিয়ে আসামিকে আজ আদালতে সোপর্দ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত