Ajker Patrika

রামগতিতে ৩ হাজার মিটার জাল জব্দ

রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি
রামগতিতে ৩ হাজার মিটার জাল জব্দ

লক্ষ্মীপুরের রামগতির মেঘনা নদীতে যৌথ অভিযান চালিয়ে ৩ হাজার মিটার জাল জব্দ করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় রামগতির মাছঘাট এলাকায় জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা হয়। এর আগে দুপুরে উপজেলা মৎস্য দপ্তর ও নৌ-পুলিশ মেঘনা নদীর কয়েকটি পয়েন্টে অভিযান চালিয়ে এ জালগুলো জব্দ করে। 
 
এ বিষয়ে বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. কামরুজ্জামান বলেন, নিষিদ্ধ সময়ে মাছ শিকারের খবর পেয়ে যৌথ অভিযান চালিয়ে অবৈধ কারেন্ট জালসহ ৩ হাজার মিটার জাল জব্দ করা হয়। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। 

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জসীম উদ্দিন বলেন, সরকারের পদক্ষেপ বাস্তবায়ন করতে এ অভিযান চালানো হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

উল্লেখ্য: রামগতির মেঘনা নদীতে জাটকা সংরক্ষণ ও মা ইলিশ রক্ষায় ২২ দিন সকল ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এ নিষেধাজ্ঞা গত ৪ অক্টোবর মধ্য রাত থেকে ২৬ অক্টোবর পর্যন্ত চলবে। এ ২২ দিন সকল ধরনের জাল ফেলা ও মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবিতে ‘তুর্কি এনজিও সমর্থিত’ সংগঠনের ‘বৃহত্তর বাংলাদেশ’ মানচিত্রে ভারতের অংশ, বললেন জয়শঙ্কর

কালো জাদুর অভিযোগে মবের তাণ্ডব, এক পরিবারে পাঁচজনকে জীবন্ত পুড়িয়ে হত্যা

খিলগাঁওয়ে পুরি-শিঙাড়া বিক্রেতাকে পিটিয়ে হত্যা

ফ্লাইটে অসুস্থ ব্যক্তিকে সহযাত্রীর চড়, তারপর থেকে তিনি নিখোঁজ

সাপের বিষে তৈরি যে মদ পাওয়া যায় এশিয়ার বিভিন্ন দেশে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত