Ajker Patrika

পূবালী ব্যাংকের ব্যবস্থাপক শ্রীকান্তের খোঁজ মেলেনি ১৭ দিনেও

চাঁদপুর প্রতিনিধি
আপডেট : ২১ এপ্রিল ২০২৪, ১৪: ৫৭
পূবালী ব্যাংকের ব্যবস্থাপক শ্রীকান্তের খোঁজ মেলেনি ১৭ দিনেও

গ্রাহকের টাকা নিয়ে লাপাত্তা পূবালী ব্যাংকের চাঁদপুর নতুন বাজার শাখার ব্যবস্থাপক শ্রীকান্ত নন্দীর খোঁজ মেলেনি ১৭ দিনেও। ব্যাংক কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁর অনুসন্ধান অব্যাহত রেখেছে।

এদিকে ব্যাংকের এই শাখার ব্যবস্থাপকসহ আট কর্মকর্তাকে গত বৃহস্পতিবার অন্যত্র বদলি করা হয়েছে। তাঁদের স্থলে আজ রোববার সকালে এই শাখায় যোগদান করেছেন ব্যবস্থাপকসহ আট কর্মকর্তা।

এর আগে গত ৪ এপ্রিল বিকেলে শ্রীকান্ত নন্দী ব্যাংক থেকে নিখোঁজ হন। এ ঘটনায় গত ৯ এপ্রিল ব্যাংকের দায়িত্বরত ব্যবস্থাপক মো. হুমায়ুন কবির পূর্ববর্তী ব্যবস্থাপক শ্রীকান্ত নন্দী নিখোঁজ মর্মে চাঁদপুর সদর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। ঈদের পর ব্যাংক খুললে শ্রীকান্ত নন্দী তিনজন গ্রাহকের ৫ কোটি টাকা নিয়ে লাপাত্তা হন বলে তথ্য বেরিয়ে আসে।

ব্যাংকের বর্তমান ব্যবস্থাপক রাসেল আহম্মদ বলেন, ‘এখন পর্যন্ত সাবেক ব্যবস্থাপক শ্রীকান্ত নন্দীর খোঁজ মেলেনি। ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অডিট কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য এই শাখার আটজন কর্মকর্তাকে বদলি করে কুমিল্লা বিভাগে যুক্ত করা হয়েছে। এ শাখায় আমিসহ আটজন কর্মকর্তা আজ থেকে নতুনভাবে গ্রাহকসেবা দিচ্ছি। শ্রীকান্তের ঘটনাটি ব্যাংকের পরিচালনা পর্ষদ দেখছে। আশা করছি গ্রাহকদের সেবা ও সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত