Ajker Patrika

পাহাড়ে যৌথ অভিযান: সোনালী ব্যাংকের ক্যাশিয়ার লিয়ান বমসহ আটক ৫৪

বান্দরবান প্রতিনিধি
আপডেট : ০৮ এপ্রিল ২০২৪, ২১: ১৭
Thumbnail image

তিন ব্যাংকের শাখায় ডাকাতির ঘটনার পর যৌথ বাহিনীর অভিযানে এখন পর্যন্ত ৫৪ জনকে আটক করা হয়েছে। আটক সবাই পাহাড়ের সন্ত্রাসী সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সদস্য বলে ধারণা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আজ সোমবার সন্ধ্যা ৬টায় জেলা পুলিশ সুপার সৈকত শাহীন আজকের পত্রিকাকে মোবাইল ফোনে জানান, যৌথ অভিযানে এ পর্যন্ত ৫৪ জনকে আটক করা হয়েছে। থানচি ও রুমা উপজেলা থেকে সবচেয়ে বেশি আটক করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁরা কেএনএফের সদস্য।

এর আগে আজ বিকেল পৌনে ৪টায় রুমা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কে এম আরাফাত আমিন জানান, বান্দরবানের রুমা উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে সাতটি দেশীয় বন্দুক, ২০টি গুলি, কেএনএফের পোশাক, ল্যাপটপ, বিভিন্ন সরঞ্জামসহ আরও দুজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

তিনি জানান, রুমার বেতেলপাড়া এলাকায় অভিযান পরিচালনা ৭টি দেশি বন্দুক, ২০টি গুলি, কেএনএফের পোশাক, সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত ল্যাপটপ, দুই জোড়া বুট, ১টি ছুরি ও বিভিন্ন সরঞ্জামসহ দুজনকে আটক করা হয়।

সোমবার আটক ব্যক্তিদের বান্দরবান সদর থানায় আনা হয়।আটক ব্যক্তিদের মধ্যে সন্দেহভাজন হিসেবে রুমা সোনালী ব্যাংকের জুনিয়র অফিসার (ক্যাশিয়ার) লাল তন লিয়ান বমও রয়েছেন বলে জানান তিনি।

সোমবার আটক ব্যক্তিদের বান্দরবান সদর থানায় আনা হয়।এর আগে থানচি ও বান্দরবান সদরের রেইচা চেকপোস্টে অভিযান পরিচালনা করে ব্যাংক ডাকাতিতে ব্যবহৃত একটি চাঁদের গাড়ি, চালক ও তিন কেএনএফ সদস্যসহ মোট চারজনকে আটক করা হয়।

উল্লেখ্য, বান্দরবানে কয়েক ঘণ্টার ব্যবধানে রাষ্ট্রায়ত্ত তিনটি ব্যাংকের শাখায় সশস্ত্র সন্ত্রাসীরা হানা দিয়ে ডাকাতি ও এক কর্মকর্তাকে অপহরণ করে নিয়ে যায়। ওই কর্মকর্তাকে ঘটনার পরদিনই উদ্ধার হয়েছেন। বান্দরবানের পাহাড়ি সন্ত্রাসী সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এ ঘটনার সঙ্গে জড়িত বলে দাবি করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত