Ajker Patrika

টেকনাফে অপহরণের শিকার তিন বনকর্মী, ৬০ লাখ টাকা মুক্তিপণ দাবি

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৩, ২২: ৩৩
টেকনাফে অপহরণের শিকার তিন বনকর্মী, ৬০ লাখ টাকা মুক্তিপণ দাবি

কক্সবাজারের টেকনাফে তিন বনকর্মীকে অপহরণের পর পরিবার থেকে ৬০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে সন্ত্রাসীরা। 

আজ শনিবার সকালে অপহরণের শিকার ব্যক্তিদের পরিবারের কাছে অপহরণকারীরা মোবাইল ফোনে মুক্তিপণ দাবি করে। 

গতকাল শুক্রবার বিকেলে উপজেলার হ্নীলা ইউনিয়নের মোচনী বিটের নেচার পার্ক বনে পাহারা দেওয়ার সময় তাঁদের অপহরণ করা হয়।

অপরণের শিকার ব্যক্তিরা হলেন হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকার আবদুল মালেকের ছেলে মো. শাকের (২০), একই এলাকার বকছু মিয়ার ছেলে আবদুর রহমান (৪২) এবং আবদুস শুক্কুরের ছেলে আবদুর রহিম (৪৬)। তাঁরা তিনজনই বেসরকারি সংস্থা নিসর্গের অধীনে বন পাহারাদার ছিলেন।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবাইর সৈয়দ আজকের পত্রিকাকে বলেন, ‘অপহৃত বনকর্মীদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। বনকর্মীদের পরিবারের কাছে মুক্তিপণ দাবির বিষয়টি  শুনেছি।’

হ্নীলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ আলী বলেন, ‘অপহৃত বনকর্মীদের পরিবারের কাছ থেকে ৬০ লাখ টাকা মুক্তিপণ চেয়ে ফোন করেছে অপহরণকারীরা। এ ঘটনায়  এলাকার লোকজনের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।’   

বন বিভাগের টেকনাফের রেঞ্জ কর্মকর্তা (ভারপ্রাপ্ত)আবুল কালাম সরকার বলেন, ‘তিন বনকর্মীকে ছেড়ে দিতে পরিবারের কাছে ফোনে প্রত্যেকের ২০ লাখ টাকা করে মুক্তিপণ দাবি করেছে অপহরণকারীরা। বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করা হয়েছে। তাদের উদ্ধারের আমরা একসঙ্গে কাজ করে যাচ্ছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত