Ajker Patrika

টেকনাফের শিবির থেকে হত্যা মামলার অভিযোগে রোহিঙ্গা গ্রেপ্তার

প্রতিনিধি, টেকনাফ (কক্সবাজার)
আপডেট : ১০ আগস্ট ২০২১, ১২: ৫২
টেকনাফের শিবির থেকে হত্যা মামলার অভিযোগে রোহিঙ্গা গ্রেপ্তার

কক্সবাজারে রোহিঙ্গা শিবির থেকে হত্যা মামলার সন্দেহজনক ব্যক্তি শফিক (২২) নামের এক রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আজ মঙ্গলবার ভোররাতে হ্নীলা ইউনিয়নের শালবাগান রোহিঙ্গা শিবির থেকে তাঁকে আটক করেন এপিবিএনের সদস্যরা।

আটক ব্যক্তি বালুখালী ১৮ নম্বর শিবিরের আশ্রিত আব্দু রহিমের ছেলে।

১৬ এপিবিএনের অধিনায়ক এসপি তারিকুল ইসলাম বলেন, `গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে অন্য শিবিরের আশ্রিত রোহিঙ্গা শালবাগান শিবিরে অবস্থান নিয়েছেন। সেই রফিক হত্যা মামলার সঙ্গে জড়িত তিনি। এমন সংবাদে এপিবিএনের সদস্যরা অভিযান পরিচালনা করে শালবাগান শিবির থেকে তাঁকে আটক করেন।

এসপি জানান, গতকাল সোমবার ভোরে শিবিরসংলগ্ন সেতুর নিচের ছড়া থেকে রফিক (২৫) নামের এক রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় টেকনাফ থানায় মামলা (মামলা নম্বর-৪৩) রুজু করা হয়। আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, গতকাল সোমবার ভোরে শালবাগান শিবিরের আশ্রিত রোহিঙ্গা ২৬ নম্বর শালবাগান শিবিরের আশ্রিত রোহিঙ্গা হামিদ হোসেনের ছেলের মরদেহ উদ্ধার করে পুলিশ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত