Ajker Patrika

চাঁদা না দেওয়ায় ইটভাটায় হামলা ও ভাঙচুরের অভিযোগ

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
চাঁদা না দেওয়ায় ইটভাটায় হামলা ও ভাঙচুরের অভিযোগ

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় বেলাল ব্রিকস্ ফিল্ডে হামলা চালিয়ে অফিস কক্ষ ভাঙচুর ও ৫ লাখ টাকা লুট করার অভিযোগ উঠেছে। আজ রোববার দুপুরে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা এলাকায় এ ঘটনাটি ঘটেছে। এ সময় মানিক ও আল আমিন নামে দুই শ্রমিক আহত হয়েছেন। 

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই এলাকার হৃদয়, শান্ত ও সোহেলের নেতৃত্বে একটি চক্র বেলাল ব্রিকস্ অ্যান্ড ম্যানুফ্যাকচারিংয়ে চাঁদা দাবি করে আসছিল। দাবিকৃত চাঁদা না পেয়ে আজ তাঁরা দুই দফায় হামলা চালায়। হামলায় অফিস কক্ষ ও সিসি ক্যামেরা ভাঙচুর করে ক্যাশে রাখা ৫ লাখ টাকা লুট করে নিয়ে যান তাঁরা। খবর পেয়ে চৌদ্দগ্রাম থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে চক্রটি পার্শ্ববর্তী ভারতীয় সীমান্তবর্তী এলাকায় আশ্রয় নেয়। 

আহত শ্রমিক আল আমিন বলেন, হৃদয়, শান্ত ও সোহেলের নেতৃত্বে একটি চক্র দীর্ঘদিন যাবৎ ব্রিকস্ ফিল্ডের মালিক বেলাল হোসেনের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিলেন। ফিল্ডের মালিক চাঁদা দিতে অস্বীকার করায় তাঁরা রাতের বেলায় শ্রমিকদের ঘরে বিভিন্ন সময় হামলা চালাত। আজ সকাল ১১টার সময় একজন কাস্টমার ফিল্ডে ইট নিতে আসলে চক্রের সদস্যরা এসে তাঁকে মারধর করে তাড়িয়ে দেন। বিষয়টি আমরা মালিককে জানালে খবর পেয়ে তিনি ফিল্ডে আসেন। 

ফিল্ডের মালিক বেলাল হোসেন বলেন, এ চক্রটি দীর্ঘদিন যাবৎ আমার কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিল। দাবিকৃত চাঁদা না দেওয়ায় প্রায় সময়ই তাঁরা রাত ও দিনের বেলায় শ্রমিকদের ঘরে হামলা করত। আজ ইট কিনতে আসা এক কাস্টমারকে ফিল্ড থেকে তাড়িয়ে দেন। খবর পেয়ে আমি ফিল্ডে গিয়ে বিস্তারিত জেনে দুপুরে স্থানীয় ইউপি চেয়ারম্যান এ কে খোকনের কাছে নালিশ করি। এতে ক্ষিপ্ত হয়ে তাঁরা দল বেঁধে ফিল্ডে এসে অফিস কক্ষ ভাঙচুর করে এবং ৫ লাখ টাকা লুট করে নিয়ে যায়। এ সময় তাঁদের হামলায় আমার দুই শ্রমিক আহত হন। 

ভাঙচুর করা হয়েছে গাড়িঘোলপাশা ইউপি চেয়ারম্যান এ কে খোকন বলেন, আজ সকালে বেলাল ব্রিকসে এক কাস্টমারকে সন্ত্রাসীরা মারধর করেন ও ইট নিতে বাধা দেন বলে মৌখিক অভিযোগ করেছেন ফিল্ডের মালিক বেলাল হোসেন। পরবর্তীতে ওই চক্রটি আবারও হামলা চালিয়ে সেখানকার অফিস কক্ষ ভাঙচুর ও টাকা লুট করেছেন বলে খবর পেয়েছি। 

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, ব্রিকস্ ফিল্ডে হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত