Ajker Patrika

নদীর বালু তোলা নিয়ে দ্বন্দ্বে বারৈয়ারহাট পৌর মেয়র গুলিবিদ্ধ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১৪ অক্টোবর ২০২২, ১৬: ২৮
নদীর বালু তোলা নিয়ে দ্বন্দ্বে বারৈয়ারহাট পৌর মেয়র গুলিবিদ্ধ

বারৈয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকন গুলিবিদ্ধ হয়েছেন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মস্তান নগর হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে নিয়েছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় মুহুরি সেচ প্রকল্পসংলগ্ন ফেনী নদী এলাকায় তিনি গুলিবিদ্ধ হন বলে জানা গেছে।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মিনহাজ উদ্দিন জানান, রেজাউল করিম খোকনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তিনি পেটে ও শরীরের কয়েকটি স্থানে গুলিবিদ্ধ হয়েছেন। তাঁকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা বলছেন, ফেনীর মুহুরি নদীতে বালু উত্তোলন নিয়ে চেয়ারম্যান রিপনের লোকজনের সঙ্গে বিরোধকে কেন্দ্র করে মেয়র রেজাউল করিম খোকন মীমাংসা করতে গেলে তিনি গুলিবিদ্ধ হন বলে জানা যায়।

এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন মামুন বলেন, ‘মেয়র রেজাউল করিম খোকন গুলিবিদ্ধ হয়েছেন বলে আমি শুনেছি। এখন ঘটনাস্থলে যাচ্ছি। সেখানে গিয়ে ঘটনার বিস্তারিত জানাতে পারব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

গঙ্গাচড়ায় হিন্দুপল্লিতে হামলাকারীদের উসকানি, স্থানীয় সাংবাদিক গ্রেপ্তার

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

অতিরিক্ত ফি দাবি করায় বিমানবন্দর স্টাফের চোয়াল ভেঙে দিলেন যাত্রী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত