Ajker Patrika

বরকলে দুর্বৃত্তের গুলিতে কৃষক নিহত

বরকল (রাঙামাটি) প্রতিনিধি
আপডেট : ১২ মে ২০২২, ১৬: ১৪
বরকলে দুর্বৃত্তের গুলিতে কৃষক নিহত

রাঙামাটির বরকলে দুর্বৃত্তের গুলিতে এক পাহাড়ি কৃষক নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত পৌনে ৯টার দিকে বরকল উপজেলার সুবলং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের শিলছড়ি গ্রামে নিজ বাড়িতে লক্ষ্মী চন্দ্র চাকমাকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। 

জানা গেছে, লক্ষ্মী চন্দ্র চাকমা (৪৫) ললিত চন্দ্র চাকমার ছেলে। 

সুবলং ৭ নম্বর ইউপি মেম্বার রিটেশ চাকমা জানান, রাত পৌনে ৯টার দিকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ললিত চন্দ্র চাকমা একজন সাধারণ কৃষক। তাঁর পরিবারে স্ত্রীসহ এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তিনি ১০-১২ বছর আগে ইউপিডিএফ দলে পরোক্ষভাবে সম্পৃক্ত ছিলেন। 

স্থানীয় সূত্রে জানা যায়, লক্ষ্মী চন্দ্র চাকমা রাতের ভাত খাওয়ার পর বাড়ির আঙিনায় চেয়ারে বসে বিশ্রাম নিচ্ছিলেন। বিশ্রাম নেওয়ার মুহূর্তে দুর্বৃত্তরা এসে তাঁকে গুলি করে। এ সময় তাঁর মৃত্যু নিশ্চিত হলে তাঁরা সেখান থেকে পালিয়ে যায়। 
 
সুবলং ইউপি চেয়ারম্যান তরুণ জ্যোতি চাকমা বলেন, ‘কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা আমি নিশ্চিত নই। তবে নিহত ব্যক্তি একজন সাধারণ মানুষ। চাষাবাদ করে ঘর-সংসার চালাত। এ রকম ঘটনা খুবই দুঃখজনক।’ 

এ ঘটনার ব্যাপারে বরকল থানার ওসি মো. নাছির উদ্দিন বলেন, ‘ঘটনার তদন্তে থানা থেকে পুলিশ পাঠানো হয়েছে। পরে ঘটনার ব্যাপারে বিস্তারিত জানানো হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত