Ajker Patrika

চট্টগ্রামে ১৪ জুয়াড়ি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ৩১ মে ২০২১, ১১: ৫৭
চট্টগ্রামে ১৪ জুয়াড়ি গ্রেপ্তার

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের বাকলিয়া এলাকায় অভিযান চালিয়ে ১৪ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ছয় প্যাকেট তাসের বান্ডিল ও ৩ হাজার ৪২ টাকা উদ্ধার করা হয়। গতকাল রোববার বাকলিয়ার ময়দার মিল এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. বাহার (৫০), মো. কামাল হোসেন (৪৫), মো. রাজু (২২), ইকবাল (২৯), আশরাফ আলী (৫৫), দেলোয়ার হোসেন (৩৫), আলমগীর (৩৪), মো. কাউসার (২৪), মো. তৈয়ব (৩০), জয়নাল আবেদীন (৩০), আবুল হোসেন (৩৪), মাঈনুল (২৬), তাজুল ইসলাম (৩০) ও মো. সাকিব (২২)।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমীন জানান, জুয়ার আসর থেকে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে ছয় প্যাকেট তাসের বান্ডিল ও ৩ হাজার ৪২ টাকা উদ্ধার করা হয়। তাঁদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে বলে জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সোশ্যাল মিডিয়ায় বিবাদে জড়ালেন বাঁধন ও সাবা

সাবেক কেরানির ২৪টি আলিশান বাড়ি ও ৩০ হাজার কোটির সম্পদ

আরও বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

অবরোধকারীদের ‘ভুয়া’ আখ্যা দিয়ে ‘প্রকৃত জুলাই যোদ্ধাদের’ হামলা, পুলিশের লাঠিপেটায় শাহবাগ ফাঁকা

সব কমিটি থেকে নারীদের সিস্টেমেটিক্যালি সাইড করা হয়েছে: সামান্তা শারমিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত