Ajker Patrika

ড্রেনের ভেতর পড়ে ছিল ট্রেইলর চালকের অর্ধগলিত মরদেহ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
ড্রেনের ভেতর পড়ে ছিল ট্রেইলর চালকের অর্ধগলিত মরদেহ

চট্টগ্রাম নগরীর বন্দর থানার ৫ নম্বর জেটি এলাকা থেকে মো. জাকির হোসেন (৩৪) নামে এক ট্রেইলর চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

আজ শনিবার ৫ নম্বর জেটির বিপরীতে নির্মাণাধীন উড়ালসড়কের ৬৭ ও ৬৮ নম্বর পিলারের মাঝখানে রেললাইনের পূর্ব পাশে ড্রেনে মরদেহটি পাওয়া যায়। 

জাকির বন্দর থানার ঈশান মিস্ত্রি ঘাট এলাকার বাসিন্দা  মো. হাবিবুর রহমানের ছেলে। পুলিশের ধারণা, জাকিরকে হত্যা করে ড্রেনে ফেলে দেওয়া হয়।

বন্দর থানার উপপরিদর্শক (এসআই) সাইদুল ইসলাম মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করে বলেন, ‘স্থানীয়রা ড্রেনের ভেতরে মরদেহটি দেখে আমাদের খবর দেন। পরে আমরা গিয়ে উদ্ধার করি। ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেলে কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মরদেহটি ড্রেনে কীভাবে এল বা তিনি কীভাবে মারা গেলেন, তা তদন্ত করে দেখা হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত