Ajker Patrika

ব্রাহ্মণবাড়িয়ায় ভারতীয় ভিসা আবেদনকেন্দ্রে চুরি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
আপডেট : ০৭ আগস্ট ২০২৩, ১৩: ৫০
ব্রাহ্মণবাড়িয়ায় ভারতীয় ভিসা আবেদনকেন্দ্রে চুরি

ব্রাহ্মণবাড়িয়ায় অবস্থিত ভারতীয় ভিসা আবেদনকেন্দ্রে চুরির ঘটনা ঘটেছে। গতকাল রোববার রাতের কোনো এক সময়ে এই চুরির ঘটনা ঘটে। আজ সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ শাখাওয়াত হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছেন। 

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, ভবনের পেছন দিকের গ্রিল কেটে এই ঘটনা ঘটানো হয়েছে। 

ওসি বলেন, চোরেরা ওই ভিসা আবেদন কেন্দ্রের পেছন দিকের গ্রিল কেটে ভেতরে ঢুকে নগদ ৫ হাজার টাকা, ৪টি বায়োমেট্রিক পেনড্রাইভ ও সিসি ক্যামেরার ডিভাইস চুরি করে নিয়ে গেছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত