Ajker Patrika

চট্টগ্রামে ৩ কোটি টাকার ইয়াবাসহ গ্রেপ্তার ৪ 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে ৩ কোটি টাকার ইয়াবাসহ গ্রেপ্তার ৪ 

চট্টগ্রামে আনুমানিক ৩ কোটি টাকার মূল্যের ১ লাখ ইয়াবা নিয়ে যাওয়ার সময় সিএনজি চালকসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ শনিবার (১৭ ডিসেম্বর) সকালে বাকলিয়া থানাধীন শাহ আমানত ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন, আনোয়ারা উপজেলার দোভাষীবাজার কুদ্দগহিরা এলাকার মৃত কবির আহমদের ছেলে মো. ইলিয়াস (৪৫), একই গ্রামের জানে আলমের ছেলে ইমরান হোসেন রাসেল (২৪), কর্ণফুলী উপজেলার দৌলতপুর গ্রামের মীর মাহমুদুল হকের ছেলে মীর এরফানুল হক মারুফ (২৩) ও ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার মৃত আজিজুর রহমানের ছেলে গিয়াস উদ্দিন (২৮)। 

র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, বাঁশখালী থেকে চট্টগ্রামে উদ্দেশ্যে ইয়াবাগুলো আনা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পেয়ে পরে র‍্যাব নতুন ব্রিজ সংলগ্ন সড়কে একটি অস্থায়ী চেকপোস্ট বসায়। পরে একটি সিএনজি তল্লাশি করে মো. ইলিয়াস নামে এক যাত্রীর কাছ থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। এই ঘটনায় বাকলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত