Ajker Patrika

মদ্যপ অবস্থায় বন্ধুকে কুপিয়ে হত্যার অভিযোগ

বান্দরবান প্রতিনিধি
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১৫: ৪৭
মদ্যপ অবস্থায় বন্ধুকে কুপিয়ে হত্যার অভিযোগ

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় মদ্যপ অবস্থায় বন্ধুকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে মংরে মারমা (৩৭) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। 

আজ সোমবার সকালে উপজেলার ২ নম্বর তারাছা ইউনিয়নের নোয়াপাড়ার লতাঝিড়ি (বই খ্যং) এলাকায় এক পাহাড়ের জুম ঘর থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার করা হয়। এর আগে গতকাল রোববার রাতে এ ঘটনা ঘটে। 
 
নিহতের নাম ক্যথুইপ্রু মারমা (৩৫)। তিনি ওই এলাকার ক্যবাইচিং মারমার ছেলে। অভিযুক্ত মংরে মারমা একই এলাকার মেদোশে মারমার ছেলে। 

স্থানীয়রা জানান, ক্যথুইপ্রু মারমা ও মংরে মারমা দুজন ঘনিষ্ঠ বন্ধু। গতকাল বিকেলে মংরে মারমা ও ক্যথুইপ্রু মারমা মদ খাওয়ার জন্য পাশের পাহাড়ের জুম ঘরে যান। রাতে ক্যথুইপ্রু ঘরে না ফেরায় পরিবারের লোকজন তাঁকে খোঁজাখুঁজি করে। পরে আজ সকালে জুম ঘরে বস্তাবন্দী অবস্থায় ক্যথুইপ্রু মারমার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। এই ঘটনার পর থেকে মংরে মারমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাঁদের মধ্যে কথা-কাটাকাটির জেরে মংরে মারমা ক্যথুইপ্রু মারমাকে হত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। 

 ২ নম্বর তারাছা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান উনুমং মারমা জানান, এক ব্যক্তি তাঁর বন্ধুকে কুপিয়ে হত্যা করেছে বলে শুনেছি। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। 

রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান জানান, মরদেহ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

নিজ কার্যালয়ে র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ, পাশে চিরকুট

আকাশ প্রতিরক্ষায় কে এগিয়ে, পাকিস্তান কি ভারতের আক্রমণ ঠেকাতে সক্ষম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত