বান্দরবান প্রতিনিধি
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় মদ্যপ অবস্থায় বন্ধুকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে মংরে মারমা (৩৭) নামের এক ব্যক্তির বিরুদ্ধে।
আজ সোমবার সকালে উপজেলার ২ নম্বর তারাছা ইউনিয়নের নোয়াপাড়ার লতাঝিড়ি (বই খ্যং) এলাকায় এক পাহাড়ের জুম ঘর থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার করা হয়। এর আগে গতকাল রোববার রাতে এ ঘটনা ঘটে।
নিহতের নাম ক্যথুইপ্রু মারমা (৩৫)। তিনি ওই এলাকার ক্যবাইচিং মারমার ছেলে। অভিযুক্ত মংরে মারমা একই এলাকার মেদোশে মারমার ছেলে।
স্থানীয়রা জানান, ক্যথুইপ্রু মারমা ও মংরে মারমা দুজন ঘনিষ্ঠ বন্ধু। গতকাল বিকেলে মংরে মারমা ও ক্যথুইপ্রু মারমা মদ খাওয়ার জন্য পাশের পাহাড়ের জুম ঘরে যান। রাতে ক্যথুইপ্রু ঘরে না ফেরায় পরিবারের লোকজন তাঁকে খোঁজাখুঁজি করে। পরে আজ সকালে জুম ঘরে বস্তাবন্দী অবস্থায় ক্যথুইপ্রু মারমার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। এই ঘটনার পর থেকে মংরে মারমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাঁদের মধ্যে কথা-কাটাকাটির জেরে মংরে মারমা ক্যথুইপ্রু মারমাকে হত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
২ নম্বর তারাছা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান উনুমং মারমা জানান, এক ব্যক্তি তাঁর বন্ধুকে কুপিয়ে হত্যা করেছে বলে শুনেছি। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।
রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান জানান, মরদেহ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় মদ্যপ অবস্থায় বন্ধুকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে মংরে মারমা (৩৭) নামের এক ব্যক্তির বিরুদ্ধে।
আজ সোমবার সকালে উপজেলার ২ নম্বর তারাছা ইউনিয়নের নোয়াপাড়ার লতাঝিড়ি (বই খ্যং) এলাকায় এক পাহাড়ের জুম ঘর থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার করা হয়। এর আগে গতকাল রোববার রাতে এ ঘটনা ঘটে।
নিহতের নাম ক্যথুইপ্রু মারমা (৩৫)। তিনি ওই এলাকার ক্যবাইচিং মারমার ছেলে। অভিযুক্ত মংরে মারমা একই এলাকার মেদোশে মারমার ছেলে।
স্থানীয়রা জানান, ক্যথুইপ্রু মারমা ও মংরে মারমা দুজন ঘনিষ্ঠ বন্ধু। গতকাল বিকেলে মংরে মারমা ও ক্যথুইপ্রু মারমা মদ খাওয়ার জন্য পাশের পাহাড়ের জুম ঘরে যান। রাতে ক্যথুইপ্রু ঘরে না ফেরায় পরিবারের লোকজন তাঁকে খোঁজাখুঁজি করে। পরে আজ সকালে জুম ঘরে বস্তাবন্দী অবস্থায় ক্যথুইপ্রু মারমার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। এই ঘটনার পর থেকে মংরে মারমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাঁদের মধ্যে কথা-কাটাকাটির জেরে মংরে মারমা ক্যথুইপ্রু মারমাকে হত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
২ নম্বর তারাছা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান উনুমং মারমা জানান, এক ব্যক্তি তাঁর বন্ধুকে কুপিয়ে হত্যা করেছে বলে শুনেছি। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।
রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান জানান, মরদেহ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বৈবাহিক জীবনে টানাপোড়েন, তাতে যুক্ত হয় সন্দেহ। সেই সন্দেহই কাল হয়ে দাঁড়ায় তাসলিমা আক্তারের জীবনে। রাজধানীর কলাবাগানে স্বামীর দায়ের কোপে হয়েছেন খুন। হত্যার পর স্ত্রীর লাশ ডিপ ফ্রিজে লুকিয়ে রাখেন নজরুল ইসলাম।
৪ দিন আগেদেশের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলা নিষ্পত্তির আদেশের বিরুদ্ধে করা রিভিশন মামলার শুনানি শেষে ২০ অক্টোবর রায় ঘোষণার দিন ঠিক করেছেন আদালত। আজ সোমবার ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক রায়ের দিন নির্ধারণ করেন।
৬ দিন আগেযুক্তরাষ্ট্রের এক নাগরিকের সঙ্গে প্রতারণা, ভারতে সোনা চোরাচালান এবং ৬০০ কোটি টাকা পাচারের অভিযোগে ছয়জনের বিরুদ্ধে মামলা করেছে সিআইডি। গতকাল মঙ্গলবার রাজধানীর কোতোয়ালি থানায় এই মামলা করে।
১৮ দিন আগেঢাকার পল্লবীতে অভিনব কায়দায় প্রতারণার অভিযোগে একটি সংঘবদ্ধ চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। চাকরির লোভ দেখিয়ে ও ব্যবসায়িক অংশীদারির আশ্বাস দিয়ে কোরআন ছুঁয়ে শপথ করিয়ে কোটি টাকার বেশি হাতিয়ে নিত চক্রটি।
২০ দিন আগে