Ajker Patrika

ভারতে পাচারকালে মাছসহ ৩ পাচারকারী আটক

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ভারতে পাচারকালে মাছসহ ৩ পাচারকারী আটক

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পাচারকালে পিকআপ ভ্যান ভর্তি মাছসহ তিন পাচারকারীকে আটক করেছে টাস্কফোর্স দল। আজ বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মিজানুর রহমান।

এর আগে গতকাল বুধবার দিবাগত রাতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিজিবি ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স এ অভিযান চালায়।

জানা গেছে, আখাউড়া উপজেলার সীমান্তবর্তী মনিয়ন্দ এলাকায় অভিযান চালিয়ে ভারতে অবৈধভাবে মাছ পাচারকালে মূল হোতা সফিক, আড়তদার ইসমাঈল ও পিকআপ ভ্যানের চালক মোশাররফকে আটক করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে ২৭০ কেজি শিং মাছ, একটি পিকআপ ভ্যান ও সাতটি মোবাইল জব্দ করা হয়। পরে জব্দকৃত মাছ আখাউড়া কাস্টমস কর্তৃপক্ষের মাধ্যমে নিলামে দেওয়া হয়েছে। পরে আটককৃতদের আখাউড়া থানায় সোপর্দ করা হয়।

এ বিষয়ে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা বলেন, সীমান্তপথে অবৈধভাবে ভারতে মাছ পাচারের বিষয় নিয়ে জেলা আইনশৃঙ্খলা সভায় আলোচনা করা হয়। কর্তৃপক্ষের নির্দেশে যৌথভাবে গঠিত টাস্কফোর্স দল অভিযান চালিয়ে সীমান্ত এলাকা থেকে মাছভর্তি পিকআপ ভ্যানসহ তিনজনকে আটক করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত