Ajker Patrika

পড়তে না বসায় ছাত্রকে পিটিয়ে হত্যা করেন মাদ্রাসাশিক্ষক: পুলিশ

খাগড়াছড়ি প্রতিনিধি
আপডেট : ২৯ আগস্ট ২০২৩, ১৯: ৪১
পড়তে না বসায় ছাত্রকে পিটিয়ে হত্যা করেন মাদ্রাসাশিক্ষক: পুলিশ

খাগড়াছড়িতে পড়তে না বসায় মাদ্রাসাছাত্র আব্দুর রহমান আবিরকে (৭) ডিশ কেব্‌ল দিয়ে পিটিয়ে হত্যা করেছেন শিক্ষক হাফেজ মো. আমিন হোসাইন। অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারের পর আজ মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর। 

নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, দুই মাস আগে সদর উপজেলার ভুয়াছড়ি রাজশাহী টিলা এলাকার বায়তুল আমান ইসলামীয়া দাখিল মাদ্রাসার হেফজ বিভাগে আবিরকে ভর্তি করা হয়। সেখানকার শিক্ষক হাফেজ আমিন হোসাইন গত রোববার দুই দফায় মাদ্রাসাছাত্র আবিরকে পিটিয়ে জখম করে। পরে সে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করে পালিয় যান অভিযুক্ত শিক্ষক। 

সংবাদ সম্মেলনে খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর। ছবি: সংগৃহীতএদিকে ঘটনার দিনই হাসপাতালে মৃত্যু হয় ওই ছাত্রের। পরে রাত ১২টার দিকে নিহত আবিরের বাবা ফরিদুল ইসলাম বাদী হয়ে খাগড়াছড়ি সদর থানায় মামলাটি দায়ের করেন। পরদিন সোমবার রাতে অভিযান চালিয়ে চট্টগ্রামের চান্দগাঁওয়ের এক আত্মীয়ের বাসা থেকে হাফেজ অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে খাগড়াছড়ি জেলা পুলিশ। 

খাগড়াছড়ি সদর থানার পরিদর্শক (তদন্ত) উৎপল বিশ্বাস বলেন, গ্রেপ্তার শিক্ষককে আদালতে পাঠানো হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করার জন্য পুলিশ আদালতে রিমান্ড চাইবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত