কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারায় ভালোবেসে বিয়ে করার আড়াই বছরের মাথায় লাশ হলেন নাসরিন আকতার প্রমি (২০)। গতকাল সোমবার রাতে উপজেলার বৈরাগ ইউনিয়নের উত্তর বন্দর এলাকার জয়নাল আবেদীনের ঘর থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।
নাসরিন উপজেলার বারশত ইউনিয়নের পশ্চিমচাল ফতেহ আলীর বাড়ির আবদুল ছবুরের মেয়ে।
এ ঘটনায় স্বামী মো. জয়নাল আবেদীন (২২) ও শাশুড়ি মনোয়ারা বেগমকে (৫০) আটক করেছে কর্ণফুলী থানা পুলিশ। ২০২১ সালে বৈরাগ ইউনিয়নের উত্তর বন্দর এলাকার মো. জসিম উদ্দিনের ছেলে জয়নাল আবেদীনের সঙ্গে নাসরিন আকতার প্রমির বিয়ে হয়।
নাসরিনের ভাই মোহাম্মদ পারভেজ জানান, আড়াই বছর আগে জয়নাল আবেদীনের সঙ্গে বিয়ে হয় নাসরিনের। তাঁরা ভালোবেসে বিয়ে করেছিলেন। তাঁদের সংসারে দেড় বছরের একটি পুত্রসন্তান রয়েছে। বিয়ের কয়েক মাস পার হতে না হতেই স্বামী–শাশুড়িসহ পরিবারের লোকজন মানসিক ও শারীরিক নির্যাতন করত।
পারভেজ বলেন, ‘সোমবার সন্ধ্যায়ও আমার সঙ্গে ভিডিও কলে কথা বলেছে বোন। রাত ৯টার দিকে খবর আসে, আমার বোন আত্মহত্যা করেছে। আমার বোনকে তারা পরিকল্পিতভাবে হত্যা করেছে।’
বারশতের ইউপি সদস্য জমির উদ্দিন বলেন, ‘বিয়ের পর থেকে স্বামী ও শাশুড়িসহ পরিবারের লোকজন মানসিক ও শারীরিক নির্যাতন করত তাকে। এ নিয়ে কয়েকবার বৈঠকও হয়েছিল তাদের পরিবারের মধ্যে। আমরা সামাজিকভাবে বৈঠকের মাধ্যমে সমাধা করেছিলাম।’
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির হোসেন বলেন, ‘নাসরিন নামের এক গৃহবধূর মৃত্যুর ঘটনায় থানায় আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে তিনজনকে আসামি করে মামলা হয়েছে। পুলিশ স্বামী ও শাশুড়িকে গ্রেপ্তার করেছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
চট্টগ্রামের আনোয়ারায় ভালোবেসে বিয়ে করার আড়াই বছরের মাথায় লাশ হলেন নাসরিন আকতার প্রমি (২০)। গতকাল সোমবার রাতে উপজেলার বৈরাগ ইউনিয়নের উত্তর বন্দর এলাকার জয়নাল আবেদীনের ঘর থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।
নাসরিন উপজেলার বারশত ইউনিয়নের পশ্চিমচাল ফতেহ আলীর বাড়ির আবদুল ছবুরের মেয়ে।
এ ঘটনায় স্বামী মো. জয়নাল আবেদীন (২২) ও শাশুড়ি মনোয়ারা বেগমকে (৫০) আটক করেছে কর্ণফুলী থানা পুলিশ। ২০২১ সালে বৈরাগ ইউনিয়নের উত্তর বন্দর এলাকার মো. জসিম উদ্দিনের ছেলে জয়নাল আবেদীনের সঙ্গে নাসরিন আকতার প্রমির বিয়ে হয়।
নাসরিনের ভাই মোহাম্মদ পারভেজ জানান, আড়াই বছর আগে জয়নাল আবেদীনের সঙ্গে বিয়ে হয় নাসরিনের। তাঁরা ভালোবেসে বিয়ে করেছিলেন। তাঁদের সংসারে দেড় বছরের একটি পুত্রসন্তান রয়েছে। বিয়ের কয়েক মাস পার হতে না হতেই স্বামী–শাশুড়িসহ পরিবারের লোকজন মানসিক ও শারীরিক নির্যাতন করত।
পারভেজ বলেন, ‘সোমবার সন্ধ্যায়ও আমার সঙ্গে ভিডিও কলে কথা বলেছে বোন। রাত ৯টার দিকে খবর আসে, আমার বোন আত্মহত্যা করেছে। আমার বোনকে তারা পরিকল্পিতভাবে হত্যা করেছে।’
বারশতের ইউপি সদস্য জমির উদ্দিন বলেন, ‘বিয়ের পর থেকে স্বামী ও শাশুড়িসহ পরিবারের লোকজন মানসিক ও শারীরিক নির্যাতন করত তাকে। এ নিয়ে কয়েকবার বৈঠকও হয়েছিল তাদের পরিবারের মধ্যে। আমরা সামাজিকভাবে বৈঠকের মাধ্যমে সমাধা করেছিলাম।’
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির হোসেন বলেন, ‘নাসরিন নামের এক গৃহবধূর মৃত্যুর ঘটনায় থানায় আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে তিনজনকে আসামি করে মামলা হয়েছে। পুলিশ স্বামী ও শাশুড়িকে গ্রেপ্তার করেছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
চাঁদপুর-মুন্সিগঞ্জ নৌ সীমানার মোহনপুর এলাকায় মেঘনা নদীতে দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও একজন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুন্সিগঞ্জ ও চাঁদপুর মতলব উত্তর মোহনপুরের চড় আব্দুল্লাহপুর নাছিরার চরে নদীতে এ ঘটনা ঘটে।
১ দিন আগেরাজধানীর মোহাম্মদপুরে আবারও অস্ত্রের মুখে একটি পরিবারকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোররাতে মোহাম্মদপুরের বছিলাসংলগ্ন লাউতলা এলাকার ৮ নম্বর সড়কের ১০ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী তত্ত্বাবধায়ক নাসিমা বেগম মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
২৮ নভেম্বর ২০২৪রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
০৮ নভেম্বর ২০২৪পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
০৭ নভেম্বর ২০২৪