Ajker Patrika

রামগতিতে ভাবিকে ধর্ষণের অভিযোগে দেবর গ্রেপ্তার

রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি
আপডেট : ১৮ জানুয়ারি ২০২২, ১৫: ৪০
রামগতিতে ভাবিকে ধর্ষণের অভিযোগে দেবর গ্রেপ্তার

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় দেবরের বিরুদ্ধে ভাবিকে ধর্ষণের অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার চর পোড়াগাছা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।

অভিযুক্ত দেবর মো. সোহেল রানা প্রকাশ আব্দুর রহমান (২৭) মৃত জামাল উদ্দিনের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই গৃহবধূর স্বামী বিদেশে কাজ করেন। দুই সন্তান নিয়ে তিনি নিজ ঘরে বসবাস করেন। অভিযুক্ত সোহেল রানা তাঁর স্বামীর চাচাতো ভাই। গত বছরের ২৫ ডিসেম্বর রাত ১১টায় গৃহবধূর ঘরে ঢুকে বিয়ের প্রলোভন দেখিয়ে তাঁকে ধর্ষণ করেন মো. সোহেল রানা। বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয়ভাবে মীমাংসা করেও কোনো সমাধান হয়নি। পরে গত গতকাল সোমবার রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়।

ভুক্তভোগী গৃহবধূ জানান, বিদেশফেরত একই এলাকার মো. সোহেল রানা বেশ কিছুদিন ধরে তাঁকে উত্ত্যক্ত করে আসছিলেন। বিভিন্ন সময়ে তাঁকে কুপ্রস্তাব দিতেন। পরে ওই দিন রাতে তাঁকে ধর্ষণ করেন সোহেল। 

রামগতি থানার ওসি মোহাম্মদ সোলাইমান বলেন, ধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে আসামি সোহেল রানা প্রকাশ আব্দুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত