Ajker Patrika

টেকনাফে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা ডাকাত নিহত, অস্ত্র উদ্ধার

প্রতিনিধি, টেকনাফ (কক্সবাজার)
আপডেট : ০৫ আগস্ট ২০২১, ১৫: ৪৫
Thumbnail image

টেকনাফে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নুরুল আলম নুরু (৪০) নামে এক রোহিঙ্গা নিহত হয়েছেন। তিনি শীর্ষ রোহিঙ্গা ডাকাত নুরু বাহিনীর প্রধান বলে দাবি করছে র‍্যাব। এ ঘটনায় র‍্যাবের দুই সদস্য আহত হয়েছেন বলেও জানানো হয়েছে। 

আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকায় পাহাড়ের পাদদেশে বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তল, দেশীয় অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। নুরু দমদমিয়া এলাকার মৃত আবুল বশরের ছেলে। 

র‍্যাব-১৫ টেকনাফ সিপিসি-১ ক্যাম্পে দায়িত্বরত লেফটেন্যান্ট কমান্ডার মাহবুব রহমান চৌধুরী জানান, নুরুল আলমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। 

র‍্যাব সূত্র জানায়, গোপন সংবাদের মাধ্যমে র‍্যাব সদস্যরা অপহরণ ও ডাকাতির খবর পেয়ে দমদমিয়া এলাকায় অভিযান চালায়। এ সময় ডাকাত দল র‍্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে। র‍্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। একপর্যায়ে ডাকাত দল পিছু হটতে বাধ্য হয়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় নুরুকে উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

র‍্যাব সদস্যরা ঘটনাস্থলে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, তিনটি দেশীয় বন্দুক, চার রাউন্ড গুলি উদ্ধার করেন। এ ঘটনায় র‍্যাবের দুই সদস্য আহত হয়েছেন। 

র‍্যাব–১৫–এর অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ এসব তথ্য নিশ্চিত করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত